১১ এপ্রিল উত্তর কোরিয়ার 'রোদাং সিনমুন' পত্রিকার এক খবরে জানা গেছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ইল সম্প্রতি গণ বাহিনী পরিদর্শনের সময় বলেছেন, তিনি আস্থাশীল যে, গণ বাহিনী সমাজতান্ত্রিক মাতৃভূমিকে রক্ষা করার জন্য নির্ভরযোগ্য।
খবরে বলা হয়েছে, সম্প্রতি কিম জং ইল গণ বাহিনী পরিদর্শনের সময় নির্দেশ দেন যে, বাহিনী তার সমস্ত শক্তি দিয়ে সামরিক প্রশিক্ষণ চালাবে, ধারাবাহিকভাবে যোদ্ধাদের সামরিক প্রযুক্তি ও যুদ্ধের দক্ষতা বাড়াবে, বিপ্লব ও যুদ্ধের চেতনা সম্প্রসারণ করবে এবং যথাসাধ্য নিজের দায়িত্ব পালন করবে। সবারই স্বদেশ রক্ষার লড়াইয়ে বীর হওয়ার চেষ্টা করা উচিত।
কিম জং ইল গণ বাহিনী ও জনসাধারণের মধ্যকার সংহতি বজায় রাখার আদেশ দেন। তিনি বলেন, গণ বাহিনী ও জনগণের একাত্ম পরস্পরকে সাহায্য করা শত্রুকে পরাজিত করা এবং সমাজের স্থিতিশীলতা বজায় রাখার মৌলিক নিশ্চয়তা। (ইয়ু কুয়াং ইউয়ে)
|