১০ এপ্রিল চীনের হাইনান প্রদেশের সানয়া শহরে সফররত টোংগার রাজা পঞ্চমজর্জ টুপো প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে বৈঠক করেছেন । দুই নেতা বলেছেন, দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষ্যে দু'দেশের নানা পর্যায় ও ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা গভীরতর করা উচিত এবং দু'দেশের সম্পর্কের দীর্ঘস্থায়ী, সুষ্ঠু ও স্থিতিশীল বিকাশ এগিয়ে নিয়ে যাওয়া উচিত ।
হু চিন থাও বলেন, দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দ্বিপাক্ষিক সম্পর্কে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে । চীন টোংগার সঙ্গে পারষ্পরিক রাজনৈতিক শ্রদ্ধা প্রদর্শন ও পরষ্পরকে সাহায্য দিতে চায় এবং অর্থনীতিতে পারস্পরিক কল্যাণক সহযোগিতা ও অভিন্ন বিকাশ বাড়াতে চায় । টোংগার প্রতি চীনের সর্বত্মক সাহায্য অব্যাহত থাকবে ।
পঞ্চমজর্জ টুপো বলেন, টোংগার সরকার বরাবরই বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের পারস্পরিক কল্যাণমূরক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত । তাইওয়ান ইস্যুতে টোংগার এক চীন নীতিতে অবিচল থাকবে । লাসার সহিংসতা প্রশমনের জন্য চীন সরকার যে ব্যবস্থা নিয়ে টোংগা তার সমর্থন করে ।
|