জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক জ্যাকস দিউফ ৯ এপ্রিল ভারতের রাজধানি নয়াদিল্লীতে বলেছেন, জুন মাসের শুরুর দিকে রোমে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা খাদ্য ঘাটতি নিয়ে আলোচনার জন্য শীর্ষ সম্মেলন আয়োজন করবে ।
এদিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বে মোট খাদ্য মজুদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৯৮০ সালের সর্বনিম্ন পর্যায়ে। খাদ্য ঘাটতি ও দাম বৃদ্ধির কারণে হাইতি ও আফ্রিকার কিছু দেশে সহিংসতা দেখা দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উন্নয়নশীল দেশগুলোর মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি ইউ এন এফ এ ও-এর ১৯১টি সদস্য দেশের নেতাদেরকে জুন মাসের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। --ওয়াং হাইমান
|