ঢাকা জেলার শ্রোতা মো: মোখালেছুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, নানা সমস্যা আর ব্যস্ততার কারণে আমি বেশ কিছু দিন আপনাদের কাছে চিঠি লিখতে পারি না। এই জন্য সত্যিই আমি দু:খিত। কিন্তু আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। বতর্মানে আমরা একটি ক্লাব প্রতিষ্ঠা করেছি। ক্লাবে মোট ২০জন সদস্য আছে । আমরা সবাই আপনাদের অনুষ্ঠান শুনতে আগ্রহী। আমরা আপনাদের এবারের অলিম্পিক গেমস সম্পর্কে সাধারণ জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। আশা এবারের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় আমরা ভাল ভাল পুরস্কার পাবো।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনি এত মন দিয়ে আমাদের অনুষ্ঠান শোনার জন্য আমি বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা। দীর্ঘকাল ধনে আমাদের বাংলা অনুষ্ঠান শুনে এসেছেন। আপনার কাছ থেকে আমরা অনেক চিঠিপত্র পেয়েছি। আশা করি আপনি আগের মত ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।
বগুড়া জেলার শ্রোতা সাইফুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। এখানে আমার একটি অনুরোধ। আনাদের অনুষ্ঠানে যদি আরও বেশী আন্তর্জাতিক খবর থাকে তাহলে আরও সুন্দর হবে ।
ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই। আপনি ভাল ভাল প্রস্তাব করেছেন। আমরা আপনার প্রস্তাব বিবেচনা করবো । আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন পরার্মশ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।
চট্টগ্রামের শ্রোতা মো: জাকারিয়া হোসাইন তাঁর চিঠিতে লিখেছেন, আন্তজার্তিক বেতার শোনা আমার একটি বড় শখ। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার সবচেয়ে ভাল লাগে। অনুষ্ঠানগুলোর মধ্যে আমার সবচেয়ে ভাল লাগে চাওয়া-পাওয়া ,অন্তরংগ আলাপন . মুখোমুখি ইত্যাদি। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আরও সুন্দর সুন্দর হবে বলে আমি আশা করি।
প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান মন দিয়ে শোনার জন্য। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে এসেছি। শ্রোতাদের সমর্থনে এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে গত দু'বছরে আমাদের অনুষ্ঠান অনেক উন্নত হয়েছে। কিন্তু শ্রোতাদের চাহিদা অনুযায়ী আমাদের কাজ উন্নত করার অনেক অবকাশ রয়েছে। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সম্পর্কে কোন প্রশ্ন এবং আমাদের বাংলা অনুষ্ঠান সম্পর্কে কোন পরার্মশ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারন আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনাদের ভাল ভাল পরামর্শ খুবই দরকার। শ্রোতাদের আন্তরিক সযহোগিতা ছাড়া আমাদের বাংলা অনুষ্ঠানের উন্নতি অসম্ভব।
পাবনা জেলার শ্রোতা আরাফাতুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, প্রথমে আমার শুভেচ্ছা নেন। আমি সি আর আইএর বালা বিভাগের একজন নিয়মিত শ্রোতা । যখন আমি দশম শ্রেণীতে পড়ি তখন আমি আপনাদের অনুষ্ঠান শুনতে শুরু করি । আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে । আমার স্কুলের কয়েকজন পড়ারসাথীও আপনাদের শ্রোতা । আমরা মাঝে মাঝে এক সঙ্গে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি । কখো কখোন আমরা অনুষ্ঠান নিয়ে আলোচনাও করে থাকি । খুব মজার ব্যাপার । আমি পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কিত সাধারণ জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নিয়েছি । কবে প্রতিযোগিতার ফলাফল বের হবে জানতে চাই ।
শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য । আপনি আমাদের একজন পুরানো শ্রোতা। নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি । সাধারণ জ্ঞান যাচাই প্রতিযোগিতার ফলাফল কয়েক দিনের মধ্যে বের হবে । তখন আমাদের অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের নাম প্রচারিত হবে । আশা করি আপনি পুরস্কার পেতে পারবেন । আশা করি ,নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন । আমাদের অনুষ্ঠান আরো উন্নত করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা দরকার ।
বাংলাদেশের চুয়াদাঙ্গা জেলার শ্রোতা এম এস জহুরুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর একজন নিয়মিত শ্রোতা। আপনাদের বাংলা অনুষ্ঠান আমার ভাল লাগে। সময় পেলে আমি অবশ্যই রেডিওয়ের পাশে বসে সি আর আইএর প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনি। এখন আমার আমার ছোট বোনও আপনাদের অনুষ্ঠান শুনতে শুরু করেছে। অনুষ্ঠানগুলোর মধ্যে চাওয়া-পাওয়া , মুখোমুখি ও মিতালী আমার কাছে সবচেয়ে প্রিয়। এখন আমার একটি অনুরোধ। এখন আমার হাতে কোন অনুষ্ঠানসূচী নেই। আশা করি আমাকে নতুন অনুষ্ঠানসূচী পাঠাবেন।
এম এস জহুরুল ইসলাম ভাই, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনার অনুরোধের কথা আমরা মরে রাখবো। এখন আমরা নতুন অনুষ্ঠানসূচী তৈরি করছি । আমরা যত তাড়াতাড়ি সম্ভব নতুন অনুষ্ঠানসূচী আপনাকে পাঠাবো। আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোনো মতামত থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। কেননা, শ্রোতাদের আন্তরিতক সহযোগিতা ছাড়া
চট্টগ্রামের শ্রোতা মাহফুজা বিউটি তার চিঠিতে লিখেছেন, ছোটবেলা থেকে রেডিও শোনা আমার শখ । আকি কয়েকটি আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শুনে থাকি । কিন্তু সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার সবচেয়ে ভাল লাগে । চাওয়া-পাওয়া, চীনা ভাষা শিখা ও মিতালী অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে প্রিয় । সময় থাকলে অবশ্যই আপনাদের অনুষ্ঠান শুনি । যদি আমি রাতের অনুষ্ঠান শুনতে না পারি তাহলে পরের দিনের অনুষ্ঠান শুনি । আমি আপনাদের ভিওকাড খুব পছন্দ করি । আমাকে কিছুটা পাঠালে খুব হবো ।
শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য ।আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন । আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতা বন্ধুদের সহযোগিতা দরকার । সুতরাং আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন । চীন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ।
এতক্ষণ মাতালী শুনলেন । শোনার জন্য অশেষ ধন্যবাদ ।
|