v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-09 21:02:45    
চীনের বিখ্যাত কমেডি অভিনেতা কো থাও

cri

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের অভিনেতাদের মধ্যে কো থাওয়ের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে । তার অভিনীত নাটক ও চলচ্চিত্র দশর্করা পছন্দ করেন । প্রেক্ষাগৃহে টিকিট বিক্রিরআয়ও আগের চেয়ে অনেক বেড়েছে । ৪০ বছর বয়সী কো থাও চীনের জাতীয় নাট্য দলের অভিনেতা । ১৯৯২ সালে তিনি চীনের কেন্দ্রীয় অপেরা ইন্সটিটিউটের অভিনয় বিভাগ থেকে স্নাতক হন । গত শতাব্দীর নব্বইয়ের দশকে কো থাও চীনের বিখ্যাত নাট্য পরিচালক মেন চিং হুইয়ের পরিচালিত নাটক ' গোযোর জন্য অপেক্ষা ' ও ' ঝুল-বারান্দায় ' প্রধান চরিত্রে অভিনয় করেন । নাটকে তার রসাত্মক ভাষা ও খোলামেলা চরিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে ।

    কো থাও চীনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চান ই মৌয়ের পরিচালিত চলচ্চিত্র ' বেঁচে থাকা ' এবং টিভি নাটক ' পুরনো বাড়ি ' ও ' সাংহাই মহানগরে সাক্ষাত্ 'সহ প্রায় এক শ'টি চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন । ২০০৬ সালে কো থাও ' উন্মাদ পাথর ' নামে একটি কমেডি চলচ্চিত্রে কারখানার নিম্ন পর্যায়ের এক কর্মীর চরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্র হলো চীনের তরুণ পরিচালক নিন হাওয়ের পরিচালিত একটি স্বল্প বাজেটের চলচ্চিত্র । এ চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শনের সঙ্গে সঙ্গে কো থাওয়ের নাম দ্রুত চীনের সর্বত্র ছড়িয়ে পড়ে । কো থাও বলেন , ২০০৬ সালে তৈরী ' উন্মাদ পাথর ' চীনে আলোড়ন সৃষ্টি করেছিল । স্বল্প বাজেটের ছবি হলেও দশর্করা ছবিটি খুব পছন্দ করেন । তাই ' উন্মাদ পাথরের ' পর অনেক কম বাজেটের চলচ্চিত্র তৈরী হয়েছে । যেমন চলচ্চিত্র ' আকাশের কুকুর ' বিভিন্ন ধরনের চলচ্চিত্র প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে । আমি আশা করি , চীনের চলচ্চিত্র বাজারে আরো বেশি তরুন পরিচালক বিভিন্ন বিষয় ও স্টাইল নিয়ে স্বল্প বাজেটের চলচ্চিত্র তৈরী করবেন , যাতে বিভিন্ন ধরনের দশর্কের চাহিদা মেটানো যায় ।

    চলচ্চিত্র ' উন্মাদ পাথরে ' চমত্কার অভিনয়ের জন্য কো থাও বিখ্যাত হন । এটি ছিল একটি কমেডি ছবি । এর বাজেট ছিল মাত্র ৪০ লাখ ইউয়ান । কিন্তু প্রেক্ষাগৃহগুলোতে টিকিট বিক্রির আয় দাঁড়িয়েছে দু কোটি ইউয়ানে । এই চলচ্চিত্রের পরিচালক নিন হাওয়ের বয়স ৩০ বছরও পূর্ণ হয় নি। চীনের অনেক চলচ্চিত্র সমালোচক এ চলচ্চিত্রকে দেশী চলচ্চিত্রের টাটকা বাতাস বলেন । একটি পুরনো কারখানার বাথরুমে দামী একটি পাথর আবিস্কারের ঘটনা থেকে চলচ্চিত্রটির কাহিনী এগিয়ে যেতে থাকে । তখন থেকে রিয়েল এস্টেট ব্যবসায়ী , কারখানার প্রতিরক্ষা বিভাগের প্রধান ও আন্তর্জাতিক ডাকাতরা এই মূল্যবান পাথর পাওয়ার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু করে । ছবিতে হাসি ঠাট্টার মাধ্যমে বাস্তব জীবনের একটি উদ্ভট রূপ চিত্রিত হয়েছে । কো থাও এ চলচ্চিত্রে কারখানার প্রতিরক্ষা বিভাগের প্রধানের চরিত্রে অভিনয় করেছেন । এ চলচ্চিত্রে অদ্ভুত কাহিনী , অভিনেতা-অভিনেত্রীর মুখের বৈশিষ্টময় আঞ্চলিক ভাষা ও রসাত্মক কথাবার্তা দশর্কদেরকে আকষর্ণ করে । একটি ছোট কারখানার প্রতিরক্ষা বিভাগের প্রধানও নিম্ন শ্রেণীর কর্মী , এ চলচ্চিত্রে কো থাও সমাজের নিম্ন স্তরের মানুষের জীবনের অসহায়ত্ব ও দুঃখকষ্ট ও চমত্কারভাবে চিত্রিত হয়েছে । কো থাও বলেন , এ ছবিতে অভিনয়ের পর তিনি আবিষ্কার করেন যে তিনি আসলে জীবন সংগ্রামে জর্জরিত সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন ।

    ' উন্মাদ পাথরের ' পর কো থাও পর পর দুটি কমেডি ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেন । ' তা তিয়েন ইং ২ ' নামে একটি চলচ্চিত্রে এক দম্পতির কাহিনী বর্ণনা করা হয়েছে । এ দম্পতি জীবনের কঠিন চাপে হতাশ বোধ করেন । টাকা পাওয়ার জন্য তারা ' নতুন দম্পতির জন্য নির্দেশনা ' নামে একটি প্রামাণ্য চলচ্চিত্র তৈরী করার সিদ্ধান্ত নেয় । এ প্রামাণ্য ছবি তৈরীর প্রক্রিয়ায় এ দম্পতি আবার প্রেমের অনুভূতি ফিরে পান । এ ছবির হাস্যকর কাহিনী ও রসাত্মক কথাবার্তা বৈশিষ্ট্যময় । কো থাও বলেন , এটা একটি হাস্যকর ও বুদ্ধিদীপ্তছবি । ছবির কাহিনী সম্পর্কে কো থাও বলেন , হাস্যকর ব্যাপার প্রতি দিনই ঘটছে । আসল কথা হলো আমাদের বুদ্ধি খাটিয়ে হাস্যকর ব্যাপারগুলো মোকাবেলা করতে হবে । কোনোএকটি ব্যাপার কিছু লোক হাস্যকর মনে করে , আবার অন্য অন্য লোক স্বাভাবিক মনে করেন । আমি যখন গত দশ বছর পেছন ফিরে তাকাই , তখন দশ বছর আগে করা কাজকে হাস্যকর মনে হয় । তবে এটা আমার নিজের অভিজ্ঞতা , মাঝেমধ্যে নিজের অভিজ্ঞতা স্মরণ করলে আমি আরো বুদ্ধিমান ও আরো সহনশীল হয়ে উঠি ।

    সম্প্রতি চীনের বিখ্যাত লেখক চিয়া ফিন উয়ার রচিত উপন্যাস ' আনন্দ ' –এর ভিত্তিতে চলচ্চিত্র তৈরীর কাজ পুরোদমে চলছে । এ চলচ্চিত্রে কৃষক লিউ কাও সিংয়ের চাষ ছেড়ে দিয়ে কৃষক শ্রমিক হিসেবে শহরে প্রবেশের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে । এ ছবিতে সমাজের নিম্ন স্তরের কৃষক শ্রমিক ও ভিক্ষুকের কষ্টকর জীবন বর্ণনা সঙ্গে সঙ্গে তাদের মানসিক অবস্থা , স্বপ্নও প্রেমও চিত্রিত করা হয়েছে । লেখক চিয়া পিং উয়া কো থাওকে তার উপন্যাসের প্রধান চরিত্রে অভিনয় করছেন বলে সন্তোষ প্রকাশ করেন । কো থাও মনে করেন , আজকের চীনে সব স্থানেই এ ধরনের কাহিনী আছে , তাই চলচ্চিত্র ও নাটকে সমাজের নিম্ন স্তরের সাধারণ মানুষের দুঃখ কষ্ট ও আনন্দের প্রতিফলন ঘটাতে হবে । এ চলচ্চিত্রের জন্য কো থাও হাতের সব কাজ বন্ধকরেছেন। তিনি এখন এ চরিত্রে অভিনয়ের প্রস্তুতির কাজ করছেন । তিনি বলেন , আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই । যদি শুধু কমেডি নাটক বা চলচ্চিত্র অভিনয় করি , তাহলে আমার অভিনয় শৈলী বৈচিত্র্যময় হবে না । একজন অভিনেতা হিসেবে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা সবচেয়ে বড় আশা । এ বছর তিনি চরিত্র গ্রহণের সময় অভিনয়ের পথ আরো বিস্তৃত করার চেষ্টা করবেন । নতুন ধরনের চরিত্রে অভিনয় করা তার জন্য বড় চ্যালেঞ্জ , দর্শকরা তার কমেডি নাটক ও চলচ্চিত্র দেখতে অভ্যস্ত হয়ে গেছেন , নতুন স্টাইলের চরিত্র দর্শকরা নাও গ্রহণ করতে পারে । অবশ্য কমেডি নাটক ও চলচ্চিত্রে অভিনয় কো থাও ছেড়ে দেবেন না ।

    কো থাও আশা করেন তিনি চলচ্চিত্র ও নাটকে আরো বেশি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে পারেন এবং দশর্করা তার অভিনয় পছন্দ করবেন ।