সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ২০০৭ সালের শেষ নাগাদ তিব্বতের জনসংখ্যা ছিল মোট ২৮ লাখ ৪১ হাজার ৫শ' । ২০০৬ সালের একই সময়ের তুলনায় যা ৩০ হাজারেরও বেশি।
এর মধ্যে শহরবাসীর সংখ্যা ছিল ২০ শতাংশ।
জানা গেছে, চীন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে আলাদা পরিবার পরিকল্পনা কার্যকর করেছে। বিভিন্ন গ্রামীণ বা পশুচারণ অঞ্চলে বসবাস করা তিব্বত জাতি এবং অন্য সংখ্যালঘু জাতির ওপর সন্তান জন্মদানে কোনো নিষেধাজ্ঞা নেই এবং সেখানে সন্তান গ্রহণকে উত্সাহিত করা হয়।
(খোং চিয়া চিয়া)
|