৮ এপ্রিল সন্ধ্যায় দুটি সহিংস ঘটনায় নেপালে সাংবিধানিক পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীসহ ৬জন নিহত হয়েছে।
নেপালের পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ৮ এপ্রিল সন্ধ্যায় নেপালের অস্থায়ী পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল নেপালের কমিউনিস্ট পার্টি—ইউনিফাইড মার্কসিস্ট-লেনিনিস্ট বা সিপিএনউএমএল-এর সাংবিধানিক পার্লামেন্টের প্রার্থী রিশি শর্মা রাজধানী কাঠমান্ডু'র পশ্চিমাঞ্চলের সুরখেত জেলায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে আহত হয়ে হাসপাতালে যাওয়ার পথে মারা যান।
একই দিন সন্ধ্যায় কাঠমান্ডু'র পশ্চিমাঞ্চলের দাং দেওখুরি জেলায় নেপালের অস্থায়ী পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল—নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টির যুব দলের সঙ্গে বৃহত্তম নেপালি কংগ্রেসের সমর্থকদের সংঘর্ষে তাদের ৫জন সদস্য নিহত হয়।
উল্লেখ্য, ১০ এপ্রিল নেপালের সাংবিধানিক পার্লামেন্ট নির্বাচন এই পার্লামেন্ট নতুন সংবিধান রচনাসহ ভবিষ্যত নেপালের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
(খোং চিয়া চিয়া)
|