v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-09 19:03:13    
তিব্বতে অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর সফল হবে--ছিয়াংবা পুনকক

cri
    ৯ এপ্রিল চীনের তিব্বত স্বায়তশাসিত অঞ্চলের চেয়ারম্যান ছিয়াংবা পুনকক ও চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির যুক্তফ্রন্ট বিভাগের উপপ্রধান সিতা পেইচিংয়ে দেশবিদেশের সাংবাদিককে সাক্ষাত্কার দিয়েছেন । তারা বলেন , তিব্বতে নিরাপদ ও সফলভাবে অলিম্পিক গেমসের পবিত্র মশাল হস্তান্তর নিশ্চিত করার জন্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার সব প্রস্তুতির কাজ শেষ করবে । আশা করি দালাই চক্র সব সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী কর্মকান্ড বন্ধ করবে। দালাই চক্রের সঙ্গে চীন সরকারের সংলাপের দরজা এখনো খোলা আছে ।

    ১৪ মার্চ কিছু দুষ্কৃতকারী তিব্বতের রাজধানী লাসায় ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক ঘটনা ঘটায় । এতে ১৮জন নিরীহ অধিবাসী নিহত ও ৩৮২জন আহত হয়। চীনের পুলিশ বিভাগের হাতে যথেষ্ট প্রমাণ আছে যে দালাই চক্র ও তিব্বতের স্বাধীনতাপন্থীদের উস্কানি ও সংগঠনে ১৪ মার্চের ঘটনা ঘটেছে । গত কয়েক দিনে বিচ্ছিন্নতাবাদীরা লন্ডন ও প্যারিসে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর কর্মসূচী বানচাল করার চেষ্টা করেছে । চীন ও বিদেশের বিভিন্ন মহলের মানুষ তাদের আচরণের তীব্র নিন্দা করেছেন । পরিকল্পনা অনুসারে মে মাসের শেষ দিকে অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর পৃথিবীর শীর্ষদেশ ছোমোলাংমা শৃঙ্গে পৌছবে এবং জুন মাসে তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চলে হস্তান্তর করা হবে । তিব্বত আঞ্চলিক সরকারের প্রধান ছিয়াংপা পুনকক বলেন , তিব্বতে মশাল হস্তান্তরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বায়ত্তশাসিত সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা নেবে । তিনি বলেন , অলিম্পিক গেমস আয়োজন চীনা জাতির দীর্ঘ দিনের স্বপ্ন । তিব্বতে অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর তিব্বতী জনগণের গর্ব ও দায়িত্ব । তিব্বতের বিভিন্ন জাতি পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থন করেন । আমি বিশ্বাস করি , তিব্বতে অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর সফল হবে ।

    ছিয়াংপা পুনকক আরো বলেন , দালাই চক্রের পেইচিং অলিম্পিক গেমসকে বিঘ্নিত করে চীন থেকে তিব্বতকে বিচ্ছিন্ন করার অভিপ্রায় সফল হবে না । অলিম্পিক গেমসের মশাল ছোমোলাংমা শৃঙ্গ ও তিব্বতের অন্যান্য জায়গায় হস্তান্তরের সময় যদি কেউ বাধা দেয় এবং নাশকতামূলক কর্মকান্ড চালায় , তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার তাদেরকে কঠোর শাস্তি দেবে ।

    চীন সরকার ও দালাই চক্রের সংলাপ সম্পর্কে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির যুক্তফ্রন্ট বিভাগের উপপ্রধান , তিব্বতী সিতা বলেন , দালাইয়ের সঙ্গে সংলাপের দরজা এখনো খোলা আছে । সংলাপের প্রয়োজনীয় ও মৌলিক শর্ত হিসেবে দালাই লামাকে সব ধরনের সহিংস কর্মকান্ড বন্ধ করতে হবে , পেইচিং অলিম্পিক গেমসের প্রতি সব ধরনের বাধা ও নাশকতামূলক কাজ বন্ধ করতে হবে এবং মাতৃভূমি বিচ্ছিন্ন করার সব তত্পরতা বন্ধ করতে হবে । মাতৃভূমির ঐক্য ও জাতীয় সংহতি রক্ষা করা , তিব্বতের অধিবাসীদের অধিকার রক্ষা ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেইচিং অলিম্পিক গেমসের সফল অনুষ্ঠান নিশ্চিত করতে চীন দৃঢভাবে সংকল্পবদ্ধ ।

    ১৪ মার্চ সহিংস ঘটনার পর তিব্বত আঞ্চলিক সরকার ও লাসা পৌর সরকার ৩৮০জন আহতকে হাসপাতালে পাঠিয়েছে এবং নিহত ১৮জনের পরিবারপরিজনকে বিশেষ ক্ষতিপূরণ দিয়েছে । সংশ্লিষ্ট বিভাগ অল্প সময়ের মধ্যে নষ্ট করা বিদ্যুত ও টেলিযোগাযোগ ব্যবস্থা মেরামত করেছে । তা ছাড়া সরকার ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠান ও দোকানের মালিককে ঋণ দেওয়াসহ নানা সহায়ক ব্যবস্থা নিয়েছে ।

    ছিয়াংবা পুনকক বলেন , বর্তমানে লাসার উত্পাদন ও জীবন স্বাভাবিক হয়েছে , স্কুল আবার খুলেছে , বেশির ভাগ দোকান আবার চালু হয়েছে । পুতালা ভবন আবার পর্যটকদের জন্য খোলা হয়েছে । বাজারে পণ্যদ্রব্যের সরবরাহ পর্যাপ্ত , দামও স্থিতিশীল ।

    জানা গেছে , তিব্বতে টানা সাত বছর ধরে জি ডি পির প্রবৃদ্ধি ১২ শতাংশে বজায় রয়েছে । গত বছরের শেষ নাগাদ তিব্বতের ৯০ শতাংশ গ্রামে সড়ক নির্মাণ করা হয়েছে । সব মহকুমায় টেলিফোন চালু হয়েছে । দশ লাখ তিব্বতীবাসীর পানীয় জলের সমস্যা নিরসন করা হয়েছে। তিব্বতের জনসংখ্যা ১৯৬৪ সালের ১২ লাখ থেকে বর্তমানে২৫ লাখ হয়েছে।