রেল যোগাযোগের কারণে সৃষ্ট পুঁজি বিনিয়োগের প্রেক্ষাপটে তিব্বতের নিজস্ব অর্থনীতি দ্রুতভাবে উন্নত হয়েছে । ২০০৭ সালে নিজস্ব অর্থনীতি তিব্বতের অর্থনীতির ৪০.৬ শতাংশে দাঁড়িয়েছে । পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৭ সালে তিব্বতের নিজস্ব শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৪২৩৬টি, মোট শ্রমিক সংখ্যা ৮০ হাজার ৯৯৪ জন, মোট পুঁজি বিনিয়োগ ১৩.৯৬ বিলিয়ন ইউয়ান । যা ২০০৬ সালের বৃদ্ধির হারের চেয়ে যথাক্রমে ২৪.০৮ শতাংশ, ৫৮.৭২ শতাংশ এবং ৪৫.৮ শতাংশ ।
বিশেষজ্ঞরা মনে করেন, তিব্বতের নিজস্ব অর্থনীতির উন্নয়নের প্রধান কারণ হলো ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়া তিব্বতের পর্যটন, রেস্টুরেন্ট, টেলিযোগাযোগ ও আর্থিক শিল্পের উন্নয়ন । ছিংহাই তিব্বত রেলপথ চালু হওয়ায় তিব্বতের অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে পরিবহন অনেক সমস্যার সমাধান করেছে । বর্তমানে তিব্বতের উত্পাদিত খনিজ সম্পদ পানি, আখ, ইয়াক গরুর দৈ, তিব্বতী শুকুরের মাংস এবং তিব্বতী মুরগীর মাংসসহ বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন দ্রব্য রেলপথের মাধ্যমে পেইচিং এবং শাংহাইয়ে বিক্রি করা হচ্ছে । রেলপথ চালু হওয়ার তিব্বতের নিজস্ব পুঁজি বিনিয়োগ অনেক বেড়েছে । ২০০৭ সালে তিব্বতের বেসরকারী পুঁজির পরিমান ৮.৪৮ বিলিয়ন ইউয়ান,যা ২০০৬ সালের চেয়ে ২৯ শতাংশ বেশি ।
|