v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-10 17:51:52    
অলিম্পিক বাজারের উন্নয়ন পারস্পরিক কল্যাণমূলক পরিস্থিতির সৃষ্টি করবে

cri
    পেইচিং অলিম্পিক গেমস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অলিম্পিক বাজার উন্নয়নের কাজ গুরুত্বপূর্ণ সময়পর্বে প্রবেশ করেছে । বর্তমানে পেইচিং অলিম্পিক গেমসের ব্যয়ভার বহনকারী শিল্প প্রতিষ্ঠান সংগ্রহের কাজও সম্পন্ন হয়েছে । অনেক দেশীয় ও আন্তর্জাতিক শিল্প প্রতিষ্ঠান অলিম্পিক গেমসের ব্যয়ভার বহনকারী অর্থাত্ স্পন্সর হিসেবে নিয়োগ পেয়েছে । এসব শিল্প প্রতিষ্ঠান পুঁজি বিনিয়োগসহ ,বিভিন্ন সামগ্রী, প্রযুক্তি ও সেবা প্রদানের ক্ষেত্রে অলিম্পিক গেমসে অবদান রাখার পাশাপাশি সক্রিয়ভাবে জনসাধারণকে সচেতন করে তোলার তত্পরতাসহ কার্যকরভাবে নিজেদের ট্রেডমার্কের সুনামকে আরো উন্নত করার চেষ্টা করে যাচ্ছে।

    বর্তমানে ৬৩টি শিল্প প্রতিষ্ঠান পেইচিং অলিম্পিক গেমসের ব্যয়ভার বহনকারী সদস্যে পরিণত হয়েছে । এর মধ্যে বিশ্বের জনপ্রিয় কোকাকোলা, জেনারেল ইলেকট্রনিক কোম্পানি জিইসি ও কোডাকসহ ১২টি শিল্প প্রতিষ্ঠান আন্তর্জাতিক অলিম্পিক গেমসের সহযোগিতামূলক অংশীদার । চীনা ব্যাংক এবং ফোক্সওয়াগন গাড়িসহ ১১টি শিল্প প্রতিষ্ঠান পেইচিং অলিম্পিক ২০০৮ 'এর সহযোগিতার অংশীদার । এছাড়াও হেয়ার ও ইলিসহ ১০টি কোম্পানি দ্বিতীয় শ্রেণীর ব্যয়ভার বহনকারী অংশীদার । এসব শিল্প প্রতিষ্ঠান পেইচিং অলিম্পিক গেমসে সামগ্রীসরবরাহের সেবা প্রদান করবে । এ সম্পর্কে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির বাজার উন্নয়ন মন্ত্রী ম্যাডাম ইউয়ান বিন বলেন, এসব শিল্প প্রতিষ্ঠান তাদের পণ্যদ্রব্য, ট্রেডমার্কের প্রচার এবং অলিম্পিক গেমসের প্রচার এই তিনটি দিককে একীভূত করে কাজ করবে । আর এভাবে নিজেদের শিল্প প্রতিষ্ঠানের সুনাম উন্নত করার পাশাপাশি অলিম্পিক গেমসের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে । বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে অলিম্পিক গেমসের আয়োজক চীনকে একটি চমত্কার প্ল্যাটফর্মে পরিণত করবে। চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য বিশ্বে উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করবে। আন্তর্জাতিক শিল্প প্রতিষ্ঠানগুলো পেইচিং অলিম্পিক ২০০৮ এর মাধ্যমে চীনে তাদের বাজার উন্নয়নের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরী করবে ।

 

    আটোস অরিজিন কোম্পানির উপ নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক আদিবা বলেন,অলিম্পিক গেমসের ব্যয়ভার বহনকারী প্রতিষ্ঠান হিসেবে নিজের শিল্প প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির জন্য সহায়ক হবে এবং চীনে তাদের ব্যবসার উন্নয়নও দ্রুততর হবে ।

    আটোস অরিজিনের সুনাম বৃদ্ধি পাওয়া এবং আরও বেশি চীনা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার পর অনেক অতিথি ও সহযোগিতামূলক অংশীদার তারা পেয়েছে । আমরা মনে করি, অলিম্পিক গেমসের মাধ্যমে আমাদের কোম্পানি চীনে ব্যবসার উন্নয়ন দ্রুত করার চেষ্টা করবে । বিশেষ করে গত কয়েক বছরের মধ্যে নির্মাণ শিল্পে চীন অনেক সাফল্য অর্জন করেছে এবং বর্তমানে সেবা ক্ষেত্রের দিকগুলোও উন্নত হচ্ছে । আটোস অরিজিন কোম্পানি আগামী কয়েক বছরে চীনের তথ্য প্রযুক্তি সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে ।

    পেইচিং অলিম্পিক গেমসে বিশ্বের বিভিন্ন শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে কাজ করার লক্ষে বিশেষভাবে মনোযোগ দিয়েছে । তারা অলিম্পিক গেমসকে বিশ্বের একটি মনোযোগ আকর্ষণকারী প্ল্যাটফর্ম হিসেবে চীনের সামাজিক উন্নয়নে অবদান রাখছে । আন্তর্জাতিক অলিম্পিক গেমসের সহযোগিতামূলক অংশীদার ও অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠানের সহযোগী স্পন্সর স্যামসাং কোম্পানি এবারের অলিম্পিক মশালবাহক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে । কোম্পানি সমাজের অনেক গণ্যমান্য সুধীবর্গকে আমন্ত্রণ জানিয়ে মশালবাহক নির্বাচনের দায়িত্ব পালন করেছে । তাদের মধ্যে সাধারণ কৃষক , প্রাথমিক স্কুলের শিক্ষক এবং পরিবেশ সংরক্ষণ বিশেষজ্ঞগণও রয়েছেন । স্যামসাং কোম্পানির চীনের মহা-পরিচালক পার্ক ইউয়ুন হেই বলেন, আমরা ওয়েইবসাইটে ভোট গ্রহণের মাধ্যমে ২৬৫জন সাধারণ লোককে মশাল বাহক হিসেবে নির্বাচন করেছি । তারা দেশের উন্নয়ন ও সমাজের স্থিতিশীলতার জন্য বিরাট আন্তরিকতা দেখিয়েছেন এবং বাস্তব তত্পরতার মাধ্যমে আমাদের বিমুগ্ধ করেছেন । যদিও তারা ব্যাপকভাবে জনগণের সামাজিক অবস্থা সম্পর্কে জানতেন না । তারপরও তারা চীনের সমাজ ও সংস্কৃতির উন্নয়নের জন্য আন্তরিকতার সঙ্গে অবদান রেখে যাচ্ছেন এবং আমাদের সবার মনে উষ্ণ আশার সঞ্চার করেছেন । এ কারণে স্যামসাং কোম্পানি মনে করে, তারা চীনা জনগণের প্রতিনিধি হিসেবে অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন । লেনোভো গোষ্ঠী হলো অলিম্পিক গেমসের ইতিহাসে শীর্ষ পর্যায়ের ব্যয়ভার বহনকারী চীনা শিল্প প্রতিষ্ঠান । তারা উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে অলিম্পিকে ব্যবসা চালানোর পাশাপাশি পরিকল্পিতভাবে বিভিন্ন জনসাধারণ কল্যাণমূলক দায়িত্ব পালন করছে । আরও বেশি চীনাদের অলিম্পিক গেমসে অংশগ্রহণের জন্য লেনোভো গোষ্ঠী ২০০৬ সাল থেকে 'অলিম্পিক গেমসে লেনোভোর চীনে হাজার জেলায় ভ্রমণ' কর্মসূচী শুরু করেছে । তারা চীনের ৮০০টিরও বেশি জেলায় গিয়ে অলিম্পিক চিন্তাভাবনা প্রচার করে এবং এ কর্মসূচীতে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৮০ লাখেরও বেশি । লেনোভো গোষ্ঠীর উপ-মহাপরিচালক ছেন শাও পেং বলেন, আমাদের এ কর্মসূচী আয়োজনের উদ্দেশ্য হলো যাতে আরও বেশি লোকজন অলিম্পিক গেমসের আনন্দ উপভোগ করতে পারে ।

    আমরা আশা করি, প্রত্যন্ত এলাকার জনগণের অলিম্পিক গেমসে অংশ নেয়া এবং এর আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন । কারণ অলিম্পিক গেমস হলো চীনা জাতির মহান অনুষ্ঠান। বড় বড় শহরের লোকজন সহজেই তা উপভোগ করতে পারেন কিন্তু প্রত্যন্ত এলাকার লোকজনের জন্য তা কষ্টকর । আমরা পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'এর শীর্ষ স্থানীয় ব্যয়ভার বহনকারী হিসেবে অলিম্পিক গেমসের সঙ্গে শহর ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের তথ্য প্রাপ্তির দূরত্ব দূর করার দায়িত্ব পালন করছি ।

    সবুজ অলিম্পিক সৃষ্টি করা হলো ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের প্রতিশ্রুতি । আন্তর্জাতিক অলিম্পিক গেমসের অংশীদার হিসেবে জেনারেল ইলেকট্রনিক কোম্পানি দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণের কাজ করছে । তারা সবুজ পরিবেশ সংরক্ষণ প্রযুক্তির মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমসের পরিবহন, নিরাপত্তা, জ্বালানী সম্পদ, বিদ্যুত্ এবং পানি পরিশোধনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছে । বিশেষ করে অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়াম --নেসলের বৃষ্টির পানির পুনর্ব্যবহার্য্যপ্রকল্প । এ প্রকল্পের মাধ্যমে প্রতি ঘন্টায় ৮০টন পুনর্ব্যবহার্য্য পানি পরিশোধন করা সক্ষম ।

    সক্রিয়ভাবে উন্নত পরিবেশ সংরক্ষণ প্রযুক্তি চীনে আমদানী করা ,পরিবেশ সংরক্ষণ ,উত্পাদন ও সরবরাহ সিস্টেম প্রতিষ্ঠা করা এবং প্রাকৃতিক পরিবেশ ব্যবস্থা সংরক্ষণ করা সম্পর্কে জেনারেল ইলেকট্রনিক কোম্পানির চীনা প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বার্টামিনি বলেন, তারা চীনে সবুজ উদ্ভাবনের কৌশলকে আরও উন্নত করবেন , সার্বিকভাবে পরিবেশ সংরক্ষণ ও জ্বালানী সম্পদ সঞ্চয় করার প্রযুক্তির ব্যাপক ব্যবহার ত্বরান্বিত করবেন । যাতে চীনের টেকসই উন্নয়ন ও সবুজ অলিম্পিক গেমসের জন্য সহায়ক হয়।

    আমরা চীনকে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিচ্ছি--আমরা নিজেদের শক্তি প্রয়োগের পাশপাশি আমাদের প্রযুক্তি ও পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী । যাতে পেইচিংয়ে সবুজ অলিম্পিক গেমসের লক্ষ্য বাস্তবায়নে সহায়তা দেয়া যায় । পেইচিং সবুজ অলিম্পিক গেমসের সাফল্য অর্জনের র জন্য আমরা বৈদেশিক যোগাযোগ ক্ষেত্রে কাজ করেছি । আমরা বিশ্বাস করি, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে পেইচিংয়ের গর্ব সম্প্রসারিত হবে । স্যামসাং, লেনোভো এবং জেনারেল ইলেকট্রনিককোম্পানির মতো আমরা অলিম্পিক গেমসের ব্যয়ভার বহনকারী হওয়ার পর আমাদের ট্রেডমার্কের সুনাম বৃদ্ধিসহ শিল্প প্রতিষ্ঠানের দায়িত্বও বেড়েছে । এছাড়া , প্রতিষ্ঠানটি নানা ধরনের জনসাধারণের কল্যাণমূলক অনুষ্ঠানের মাধ্যমে অলিম্পিক সম্পর্কে চমত্কার দিকগুলোর সম্প্রসারণ করবে।

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকস রগ বলেন, পেইচিং অলিম্পিক গেমসের মর্ম সম্প্রসারণের জন্য এসব শিল্প প্রতিষ্ঠান সক্রিয় অবদান রেখেছে ,আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজেদের যোগ্যতা প্রদর্শনের সুযোগ পেয়েছে এবং সুনাম অর্জন করেছে ।