মার্কিন ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান অ্যালান গ্রীনস্প্যান এক সাক্ষাত্কারে বলেছেন, মার্কিন অর্থনীতির পতনের হার ৫০ শতাংশেরও বেশি। স্পেনের 'এল পাইস' পত্রিকার বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
কিন্তু গ্রীনস্প্যান মনে করেন, এখন মার্কিন অর্থনীতিতে এখনো ধস নামেনি। তবে কারখানার পণ্যদ্রব্যের অর্ডার কমে যাওয়া, কর্মচ্যুতির হার বেড়ে যাওয়া এবং অর্থনীতির অতিরিক্ত মন্থরগতি দিন দিন তীব্রতর হচ্ছে।
গ্রীনস্প্যান বলেন, বর্তমানে মার্কিন ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারনের সংকট তার চেয়ারম্যান থাকার সময়ের চেয়ে আরো বেশি তীব্র হয়েছে। তাছাড়া ইউরোপীয় অর্থনীতির জন্য তিনি শুভকামনা করেন।
(খোং চিয়া চিয়া)
|