৬ এপ্রিল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিন ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনা করছে । চলতি বছর শেষ হওয়ার আগেই দু'পক্ষের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে এ চুক্তির ওপর সকল ফিলিস্তিনীদের গণ ভোট অনুষ্ঠিত হবে ।
এদিন রামাল্লাহ্য় প্রেসিডেন্ট ভবনে আব্বাস তাঁর নেতৃত্বাধীন হারাকাত তাহরির ফালাস্তিনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, ফিলিস্তিন ইসরাইলের সঙ্গে নির্দিষ্ট বিষয়ে শান্তি আলোচনা করছে । তিনি আশা করেন, ইসরাইলের সঙ্গে সর্বশেষ অবস্থানগত সববিষয় নিয়ে সমাধানের প্রস্তাবে স্বাক্ষর করবে ।
৭ এপ্রিল আব্বাস ও ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট জেরুজালেমে বৈঠক করবেন । ফিলিস্তিনের শীর্ষ আলোচনা প্রতিনিধি সায়েব এরেকাত সম্প্রতি বলেছেন, দু'পক্ষের বৈঠকের বিষয় হিসেবে ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি আলোচনার অগ্রগতি, জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলের বসতি এলাকার সম্প্রসারণ এবং গাজায় ইসরাইলের অবরোধ আরোপের বিষয়টিও রয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|