২০০৭ সালে চীনের তৈরি হাইটেক পণ্যের রফতানি মূল্য ৩৪৭ বিলিয়ন মার্কিন ডলার ছিল । আন্তর্জাতিক বাজারে হাইটেক পণ্যের দিক থেকে চীনের স্থান প্রথম । ৬ এপ্রিল পশ্চিম চীনের শান'সি প্রদেশের রাজধানী সিআনে চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের কর্মকর্তা এ কথা বলেছেন ।
তিনি বলেন , ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে চীনের হাইটেক পণ্যের পরিমান বিশ্বের প্রায় ২০ শতাংশ ছিল । চীনের কম্পিউটার , মোবাইল ফোন , প্রতিষেধক টিকাসহ বিভিন্ন পণ্যের উত্পাদন পরিমানের দিক দিয়ে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে । বর্তমানে চীনের হাইটেক শিল্পের মানের উন্নয়ন উল্লেখযোগ্য । আন্তর্জাতিক হাইটেক নির্মাণ , গবেষণা ও উন্নয়নের শক্তি চীনে স্থানান্তরিত হচ্ছে । ইন্টিগ্রেটেড সার্কিট সারকিট , টেলি-যোগাযোগ ও জীবানু ওষুধ তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের স্বতন্ত্র উদ্ভাবনী শক্তি কিছুটা বেড়েছে । (থান ইয়াও খাং)
|