বিশ্ব মুদ্রা তহবিলের পরিচালক দোমিনিক স্ট্রাউস কাহন ৫ এপ্রিল ব্রিটেনের ওয়াটফোর্ডে বলেছেন, মার্কিন অর্থনীতির মন্দা অবস্থার প্রভাবে ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক অবনতি হচ্ছে। এ পটভূমিতে বিশ্ব অর্থনীতি র প্রবৃদ্ধি হার ৩.৭ শতাংশে নেমে যেতে পারে।
একই দিন অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে কাহন বলেন, ছয় মাস আগে আইএমএফ-এর দেয়া বিশ্ব অর্থনীতির মন্দাবস্থার পূর্বাভাস এখন সত্যে পরিণত হয়েছে। গত ২০ বছরের মধ্যে অর্থনীতির প্রবৃদ্ধি হার এ বছরই সবচেয়ে কম হবে। চীন, ভারত ও ব্রাজিলের অর্থনৈতিক গতি স্থিতিশীল থাকলেও এর কিছুটা প্রভাব তাদের ওপরে পড়বে। (ইয়াং ওয়েই মিং)
|