সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, ৫ এপ্রিল ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি মিসরের শারম আল শেইখে বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইল এ বছরের শেষ নাগাদ একটি শান্তি চুক্তি পৌঁছাবে বলে তিনি আশাবাদী এই চুক্তিতে বহু বিষয় অন্তর্ভূক্ত থাকবে।
এ দিন শারম আল শেইখে দ্বিতীয় এশিয়া-মধ্য প্রাচ্য সংলাপে অংশ নেয়ার সময় মালকি এ আশাবাদ ব্যক্ত করে বলেন। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষের ব্যাপক ভিত্তিক অংশ গ্রহণের জন্য ইসরাইলকে আরো বেশি চাপ প্রয়োগ করা দরকার।
পাশাপাশি তিনি বলেন, এ পর্যন্ত ফিলিস্তিন ও ইসরাইলের আলোচনায় কোনো অগ্রগতি হয় নি। তাছাড়া হামাস ও ফাতাহর মধ্যে বৈধক ফিলিস্তিনের অভ্যন্তরীণ সমঝোতা বিষয়েও কোনো অগ্রগতি হয় নি।
(খোং চিয়া চিয়া)
|