|
|
(GMT+08:00)
2008-04-05 21:01:07
|
|
জাতি সংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন শেষ
cri
৫ দিনের কঠিন আলোচনার পর জাতি সংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ৫ এপ্রিল ব্যাংককে শেষ হয়েছে । ১৬২টি দেশের প্রতিনিধিদের মধ্যে ২০০৮ সালের পূর্ণাঙ্গ আলোচনা সংক্রান্ত কর্মসূচী নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তা ছাড়া, প্রতিনিধিদের মধ্যে কিওটো প্রোটোকলের প্রথম অঙ্গীকার মেয়াদ ২০১২ সালে শেষ হওয়ার পর উন্নত দেশগুলোর নিগর্মন হ্রাসের পদ্ধতি সম্পর্কে মতৈক্য হয়েছে । জাতি সংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো চুক্তি সচিবালয়ের কার্যনির্বাহী সচিব ইভো ডে বোয়ের এক প্রেস ব্রিফিংএ জানিয়েছেন , কর্মসূচীতে এ বছর আলোচনার জরুরী বিষয় নির্ধারিত হয়েছে।এবারের সম্মেলনের অন্যতম সাফল্য হল, কিওটো প্রোটোকলে দূষিত পদার্থ নিগর্মন, বিশুদ্ধ উন্নয়নের কাঠামো প্রতিষ্ঠা এবং যৌথভাবে চুক্তি অনুসরণ সহ বিভিন্ননমণীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে উন্নত দেশগুলোর জন্য যে নিগর্মন হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২০১২ সালের পর তার কার্যকরিতা অব্যাহত থাকবে । তা ছাড়া, বৃক্ষ রোপণ, জমির সদ্ব্যবহার এখনও উন্নত দেশগুলোর নিগর্মন হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণের অন্যমত পদ্ধতি। এবারের সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর জলবায়ু পরিবর্তন নিয়ে তিন দফা আলোচনা অনুষ্ঠিত হবে । (চিয়াং)
|
|
|