|
 |
(GMT+08:00)
2008-04-05 20:45:29
|
বৃক্ষ রোপণে হু চিন থাও
cri
 ৫ এপ্রিল পেইচিং শহরের ২৪তম বৃক্ষ রোপণ দিবস । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও পেইচিং অলিম্পিক উদ্যান পার্কে গিয়ে রাজধানীর বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ নিয়েছেন । উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চা ছিং লিন, লি ছান ছুন , সি জিন পিন, লি কে ছায়াং , হো কুও ছাং ও চো ইয়ং খাং সহ অন্যান্য নেতাও বৃক্ষ রোপণে অংশ নেন । এ দিন প্রায় ২০ লাখ মানুষ বৃক্ষ রোপণ কার্যক্রমে যোগ দেন । রাজধানীর সবুজায়ন কমিশন কার্যালয়ের পরিসংখ্যাণ অনুযায়ী, ১৯৮১ সালে রাজধানীর গণ বৃক্ষ রোপণ অভিযান চালু হওয়ার পর থেকে মোট ১৬ কোটি ৮০ লাখ গাছ লাগানো হয়েছে । ২০০৭ সালের শেষ নাগাদ পেইচিং শহরে সবুজায়নের হার দাড়িয়েছে ৫১.৬ শতাংশে। শহরে সবুজায়নের হার দাঁড়িয়েছে ৪৩ শতাংশ । (চিয়াং)
|
|
|