দ্বিতীয় এশিয়া-মধ্য প্রাচ্য মন্ত্রী পর্যায়ের দুদিনব্যাপী সংলাপ বা এ এম ডি ৫ এপ্রিল মিসরের শারম আল শেইখে শুরু হয়েছে। অংশগ্রহণকারী প্রতিনিধিরা এশিয়া ও মধ্য-প্রাচ্য অঞ্চলের রাজনীতি ও নিরাপত্তা, অর্থনীতির উন্নয়ন এবং সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে গভীরভাবে আলোচনা করবে।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইট এবারের সম্মেলনের উদ্যোক্তা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রথম এশিয়া-মধ্য প্রাচ্য সংলাপ এশিয়া-মধ্য প্রাচ্য অঞ্চল সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছে। তিনি আশা করেন, এবারের সংলাপ দু'টি অঞ্চলের সহযোগিতা ও উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবে।
এ দিন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মিসরের সংস্কৃতিমন্ত্রী ফারুক হোসনি আলাদা আলাদাভাবে এশীয় ও মধ্য-প্রাচ্যের দেশগুলোর পক্ষ থেকে ভাষণ দিয়েছেন।
(খোং চিয়া চিয়া)
|