|
|
(GMT+08:00)
2008-04-05 17:29:29
|
আন্তর্জাতিক বাজারের তেলের দাম আরো বেড়েছে
cri
যুক্তরাষ্ট্রেবেকার হার বৃদ্ধির ফলে ডলারের ওপর চাপ বেড়ে যাওয়ায় ৪ এপ্রিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো বেড়েছে । এ দিন প্রকাশিত অর্থনৈতিক উপাত্ত থেকে জানা গেছে , মার্চ মাসে যুক্তরাষ্ট্র বেতারত্বের হার ছিল ৫.১ শতাংশ । এ থেকে ধারণা করা হচ্ছে এ বছরের প্রথমার্ধে অর্থনীতির উন্নয়নের গতি আরো শ্লথ হয়ে পড়বে । মার্কিন ডলার ও প্রধান প্রধান মুদ্রার বিনিময় হার হ্রাস পাবে । ৪ এপ্রিল নিউইর্য়কের বাজারে হালকা ধরনের অশোধিত তেলের ফিউচার্সের দাম ২.৪ ডলার বেড়ে প্রতি ব্যারেল ১০৬.২৩ হয়েছে , লন্ডনের বাজারে উত্তর সাগরের ব্রেন্ট অশোধিত তেলের দাম ২.৩৮ ডলার বেড়ে প্রতি ব্যারেল ১০৪.৯ ডলারে উঠেছে ।
|
|
|