চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৩ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অর্থনৈতিক সংলাপ দু'দেশের মধ্যকার পারস্পরিক কৌশলগত আস্থা বাড়ানো এবং পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা উন্নয়নের গুরুত্বপূর্ণ পদ্ধতিতে পরিণত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বুশের বিশেষ প্রতিনিধি, অর্থমন্ত্রী পলসনের সঙ্গে সাক্ষাত্ করার সময় ওয়েন চিয়া পাও বলেন, চীন ও যুক্তরাষ্ট্র চতুর্থ সংলাপের প্রস্তুতিমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে সংলাপে নতুন সাফল্য অর্জনের চেষ্টা করবে।
ওয়েন চিয়া পাও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের জ্বালানি ও পরিবেশ সুরক্ষা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা দু'দেশ তথা বিশ্বের অর্থনৈতিক টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণও তাত্পর্য সম্পন্ন। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও নীতির সমন্বয় জোরদার করে সংশ্লিষ্ট প্রকল্প ত্বরান্বিত করতে চায়। যাতে জ্বালানি ও পরিবেশ সুরক্ষা ক্ষেত্রের সহযোগিতা দু'দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন বৃদ্ধির ক্ষেত্রে পরিণত হতে পারে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|