চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ৩ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, বোআও এশিয় ফোরামের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১২ এপ্রিল হাই নান প্রদেশের বোআও-এ অনুষ্ঠেয় ২০০৮ বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং ভাষণ দেবেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট নামবার এঙ্খবায়ার, শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে, তানজানিয়ার প্রেসিডেন্ট জাকায়া মিশো কিকোয়েট,চিলির প্রেসিডেন্ট মাদাম মাইকেল ব্যাছেলেট, টোঙ্গার রাজা জর্জ টুপৌ পঞ্চম, সুইডেনের প্রধানমন্ত্রী জন ফ্রেড্রিক রেইনফেল্দ,কাজাখস্তানের প্রধানমন্ত্রী ম্যাক্সিমোফু , কাতারের প্রধানমন্ত্রী শেইখ হামাদ বিন খালিফা আল-থানি এবং অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।(লিলু)
|