২ এপ্রিল রাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণবমুখার্জির সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলার সময় দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মত বিনিময় করেছেন ।
মুখার্জি বলেন , অলিম্পিক গেমস গোটা বিশ্ব জনগণের । এবারের অলিম্পিক গেমস এশিয়ায় অনুষ্ঠিত হবে বলে ভারত গর্বিত এবং পেইচিং অলিম্পিক গেমসকে সর্বাধিকভাবে সমর্থন করবে । বিশ্বের বিভিন্ন দেশের জনগণের যৌথ সমর্থনে অলিম্পিক গেমস অবশ্যই সফল হবে বলে ইয়াং চিয়েছি বিশ্বাস করেন ।
পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি দালাই সমস্যা সম্পর্কে চীনের নীতিগত অবস্থানব্যাখ্যা করেন এবং বলেন , বাস্তব ঘটনা থেকে প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হতে থাকবে যে , দালাই চক্রের দেশকে বিভক্ত করা ও বানচাল করার কোনো অপচেষ্টাই সফল হবে না । মুখার্জি আবারও ঘোষণা করেন , তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের ভূভাগের একটি অংশ । ভারত কোনো মতেই তিব্বতীকে ভারতের ভূভাগে চীনের বিরোধিতার রাজনৈতিক কর্মকান্ড চালাতে দেবে না । --চুং শাওলি
|