সিরিয়া সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য লি ছাং ছুন ২ এপ্রিল পৃথক পৃথকভাবে সিরিয়ার প্রধানমন্ত্রী মুহাম্মদ নাজি ওত্রি, বাথ আরব সোসালিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপ সাধারণ সম্পাদক আব্দাল্লাহ আহমার এবং বাথ পার্টির আঞ্চলিক কমিটির উপ সম্পাদক মোহাম্মেদ সায়েইদ আলবেখেইথানের সঙ্গে বৈঠক করেছেন।
ওত্রির সঙ্গে বৈঠকে লি ছাং ছুন বলেন, চীন ও সিরিয়ার দ্বিপক্ষীয় রাজনৈতিক আস্থা গভীর করা,আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক বিষয়ের সমন্বয়ের ব্যাপারে চীন আশাবাদী। অত্রি বলেন, সিরিয়া ও চীনের উপকারিতামূলক পারস্পরিক সহযোগিতার উন্নয়ন সিরিয়ার জন্য কৌশলগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। চীনের উন্নয়নের অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারে সিরিয়া আশাবাদী। বৈঠকের পর, দু'পক্ষের নেতৃবৃন্দ যৌথভাবে দু'দেশের সরকারের মধ্যে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়।
বাথ পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে লি ছাং ছুন বলেন, চীন ও সিরিয়ার রাষ্ট্রীয় সম্পর্কের সার্বিক উন্নয়নের জন্য চীন সিরিয়ার সঙ্গে দু'পার্টির উচ্চ পর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখতে আগ্রহী। আহমার বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে পারস্পরিক আদান-প্রদান জোরদার করবে বলে সিরিয়ার বাথ পার্টি আশাবাদী। তিনি ও আলবেখেইথান উভয়েই বলেন, তিব্বত সমস্যায় সিরিয়া দৃঢ়ভাবে চীন সরকারকে সমর্থন করে এবং যে কোন দেশের যে কোন অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপের বিরোধীতা করে। --ওয়াং হাইমান
|