বেলজিয়াম সফররত অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড ২ এপ্রিল ব্রাসেলসে বলেছেন, অষ্ট্রেলিয়ার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ইচ্ছা নেই। বরং আফগানিস্তানে সৈন্য মোতায়েনের পরিকল্পনা দীর্ঘ হবে।
এদিন তিনি ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান জোস ম্যানুয়েল বারোসোর সঙ্গে বৈঠক শেষে বলেছেন, অষ্ট্রেলিয়া আফগানিস্তানে মোতায়েন সৈন্যের সংখ্যা বাড়বে না।
বর্তমানে অষ্ট্রেলিয়ার এক হাজার সৈন্য দক্ষিণ আফগানিস্তানের উরুজগান প্রদেশে মোতায়েন রয়েছে। এ পর্যন্ত অষ্ট্রেলিয়ার তিনজন সৈন্য আফগানিস্তানে নিহত হয়েছে।(লিলু)
|