চীনের মধ্যাঞ্চলেঅবস্থিত হু পেই প্রদেশের রাজধানী উহানে নতুন ১২ সেন্ট কম্পিউটার চিপস প্রকল্পের প্রথম পর্যায়ের প্রকল্প উত্পাদিত হবে বলে উহান তোংহু হাইটেক প্রযুক্তি এলাকার ইনটিগ্রেটেড সার্কিট শিল্পের বার্ষিক মূল্য ১০ বিলিয়ন ইউয়ানেরও বেশি হবে । সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, আগামী কয়েক বছরের মধ্যে এ এলাকায় ৭টি স্তম্ভ শিল্প স্থাপিত হবে ।
ইনটিগ্রেটেড সার্কিট শিল্প ছাড়া, এ অঞ্চলের অন্য ৪টি শিল্পের বার্ষিক মূল্য ১০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে । এগুলো হলো হালকা যোগাযোগ শিল্প, মোবাইল ফোন যোগাযোগ শিল্প, পরিচ্ছন্ন পরিবেশ সংরক্ষণ শিল্প এবং আধুনিক সাজ সরঞ্জাম শিল্প । এছাড়া, দু'টি নতুন সফটওয়্যার ইলেকট্রনিক শিল্প গড়ে তোলা হচ্ছে ।
জানা গেছে, এ এলাকার উদ্দেশ্য হলো আগামী কয়েক বছরের মধ্যে ১০০টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিটির বার্ষিক আয় ৩০ কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে । এছাড়া ১০০০ শিল্প প্রতিষ্ঠানের প্রতিটির বার্ষিক আয় হবে ৫০ লাখ ইউয়ানেরও বেশি । এছাড়াও এ অঞ্চলে ১০ হাজার নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে ।
|