চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউ কুয়াং চৌ সম্প্রতি বলেন, চীনের মাথাপিছু জি.ডি.পি ২০০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে চীন ভোক্তা দেশে পরিণত হচ্ছে ।
চীনের উন্নয়ন সংক্রান্ত উচ্চপর্যায়ের ফোরামে ইউ কুয়াং চৌ বলেন, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর চীনে বাজারের দ্রুত উন্নতি হয়েছে এবং ভোক্তা কাঠামোরও উন্নতি হয়েছে । বর্তমানে চীন হলো বিশ্বের সবচেয়ে দ্রুততম ভোক্তা বাজারগুলোর অন্যতম এবং বিশ্বের বৃহত্তম সেল ফোন বাজার, পর্যটন দেশ ও ওয়েবসাইট বাজার এবং দ্বিতীয় বৃহত্তম সোনার ও গাড়ি বাজার ।
২০০৯ সালে চীন এশিয়ার বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে । সাংস্কৃতিক অনুষ্ঠান, গৃহায়ন ও পর্যটনসহ বিভিন্ন খাতে ক্রেতার পরিমাণ আরও বাড়বে । অনুমাণ করা হচ্ছে ,২০১৫ সালে চীনে আসা পর্যটকের সংখ্যা ২.৮ বিলিয়ন পার্সন টাইমস হবে এবং বিদেশে ভ্রমণকারী চীনার সংখ্যা ১০ কোটি পার্সন টাইমসে দাঁড়াবে ।
|