২ এপ্রিল সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কুরেশি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় ইয়াং চিয়ে ছি তাকে অভিনন্দন জানিয়েছেন। উভয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন ও পাকিস্তান হচ্ছে ঐতিহ্যবাহী মৈত্রী প্রতিবেশী। চীন-পাক মৈত্রী আরো গভীরতর এবং সার্বিক সহযোগিতা ত্বরান্বিত করা হচ্ছে দু'পক্ষের অভিন্ন আকাঙক্ষা।
দু'পক্ষ বলেন, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের আসন্ন চীন সফর বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা এবং কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক ত্বরান্বিত করবে। কুরেশি বলেন, পাকিস্তান পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থন করে এবং এর সাফল্য কামনা করে।
(খোং চিয়া চিয়া)
|