চীনের ভূ-সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি চীনের প্রথম" রাষ্ট্রীয় ভূতাত্ত্বিক জরিপ পরিকল্পনা " কার্যকর হয়েছে। এ পরিকল্পনা হচ্ছে চীনে ভূতাত্ত্বিক জরিপ তত্পরতা জোরালোভাবে চালানো ও তত্ত্বাবধানের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
পরিকল্পনায় ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের ভূতাত্ত্বিক জরিপের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে সমুদ্রে সম্পদের সন্ধ্যান ও তেল গ্যাস সম্পদ জরিপের গতি দ্রুত করার কথা বলা হয়েছে।
পরিকল্পনায় আরো বলা হয়, চীন সরকারের উচিত ভূতাত্ত্বিক জরিপের ক্ষেত্র আরো সম্প্রসারণ করা। এতে ভূতাত্ত্বিক পণ্য ও তথ্যের চাহিদা পূরণ করা সম্ভব হবে।--ওয়াং হাইমান
|