১ এপ্রিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের কার্যালয়ের মুখপাত্র জেনিফার পাগোনিস জেনিভায় বলেন, শরণার্থী কার্যালয়ের কর্মগ্রুপের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ইরাকের শরণার্থী সংখ্যা এখন ২৭.৭ লাখেরও বেশি । এর মধ্যে ১৫ লাখ ২০০৬ ও ২০০৭ সালের মধ্যে শরণার্থীতে পরিণত হয়েছে ।
তিনি বলেন, ২০০৬ সালের পর শরণার্থীতে পরিণত হওয়া ইরাকীরা প্রধানত ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের দিয়ালার অধিবাসী । ২০০৬ সালের আগের শরণার্থীরা ছিল প্রধানত ইরাকের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশের অধিবাসী ।
তিনি আরও বলেন, হুমকির সম্মুখীন হওয়ার পাশাপাশি বাধ্যতামূলকভাবে বাড়ি থেকে উচ্ছেদ এবং নানা জায়গায় সংঘটিত হিংসাত্মক ঘটনায় ভীত সন্ত্রস্ত্র হয়ে গত বছরের শেষ দিকে বাগদাদে ফিরে আসা অধিকাংশ শরণার্থী পুনরায় বাগদাদ ত্যাগ করেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|