২৮ মার্চ ভারতের নয়াদিল্লিতে ২০০৮ চীনা চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। চীনের জাতীয় বেতার, চলচ্চিত্র, টেলিভিশন প্রশাসন, ভারতের তথ্য ও বেতার মন্ত্রণালয় এবং ভারতে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী আয়োজিত হয়েছে।
প্রদর্শনী চলাকালে 'সান্ধ্য ভোজ', 'যদি ভালোবাসি', 'পৃথিবীতে চোর নেই'সহ নয়টি চীনা চলচ্চিত্র দেখানো হবে। এই চলচ্চিত্রগুলোতে চীনের ইতিহাস ও সংস্কৃতি এবং চীনের চলচ্চিত্রের সৌন্দর্য প্রতিফলিত হয়েছে। এগুলো ভারতীয় দর্শকদের জন্য চীনকে জানার একটি জানালা খুলে দেবে।
চীনের জাতীয় বেতার, চলচ্চিত্র, টেলিভিশন প্রশাসনের চলচ্চিত্র ব্যুরোর মহাপরিচালক থো কাং বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে প্রতি বছর গড়ে প্রায় এক হাজার চলচ্চিত্রের তৈরি হয়েছে। চীনের চলচ্চিত্র শিল্পেরও দ্রুত উন্নতি হয়েছে। ভবিষ্যতে চলচ্চিত্র ক্ষেত্রে দু'দেশের সহযোগিতায় বিশাল বাজার সম্ভাবনা রয়েছে। চীন আরো বেশি ভারতীয় চলচ্চিত্র আমদানি করবে। আমরা আশা করি, দু'দেশের বিনিময় বাড়ানোর মাধ্যমে ভারতের বাজারে চীনা চলচ্চিত্রের ভবিষ্যত সম্ভাবনাও উজ্জ্বল হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|