৩১ মার্চ রোমানিয়ার প্রেসিডেন্ট ট্রাইয়ান বাসেস্কু বলেন, বিনাশর্তে রোমানিয়া আফগানিস্তানে তার সৈন্য পাঠাবে না।
এদিন রোমানিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্রকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, কিছু কিছু মিত্রদেশ আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করেছে বা নিরাপদ অঞ্চলে মোতায়েন করেছে। তবে রোমানিয়ার সৈন্যরা সর্বোচ্চ বিপদজনক দক্ষিণাঞ্চলে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, ন্যাটো আফগানিস্তানে সৈন্য পাঠানোর জন্য অনুরোধ জানালে রোমানিয়া যে কোন সময় তা বাস্তবায়ন করতে সক্ষম। তবে বিনাশর্তে রোমানিয়া আফগানিস্তানে তার সৈন্য পাঠাবে না।
তিনি আরো বলেন, ২০০৬ সালে বুখারেস্ট শীর্ষ সম্মেলনের পর,রোমানিয়া আফগানিস্তানে তাদের পাঠানো সৈন্য সংখ্যা ৫০০ থেকে ৭৮০ জনে বৃদ্ধির প্রতিশ্রুতি মেনে চলেছে। তিনি ন্যাটোর মিত্রদেশগুলোকে আফগানিস্তানে সৈন্য পাঠানোর সমস্যায় ন্যায্য আচরণের আহ্বান জানিয়েছেন। ২ এপ্রিল ন্যাটোর নেতৃবৃন্দ আফগানিস্তানে সৈন্য পাঠানো সমস্যা নিয়ে আলোচনা করবেন।--ওয়াংহাইমান
|