দক্ষিণ আফ্রিকা উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ আফ্রিকার চীন গবেষণা কেন্দ্র জোহানস্বার্গে ৩১ মার্চ ও ১ এপ্রিল দু'দিনব্যাপী " চীন ও আফ্রিকার আঞ্চলিক একীকরণ সমস্যা" সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৫০ জনেরও বেশি সরকারী কর্মকর্তা , বিশেষজ্ঞ ও শিল্পপতি এবারের সেমিনারে অংশ নেন।
আফ্রিকা উন্নয়ন ব্যাংকের একজন অর্থনীতিবিদ বলেন, আফ্রিকার সঙ্গে চীনের সহযোগিতা খুবই আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ । দু'পক্ষের অর্থনৈতিক সহযোগিতা পুরোপুরিভাবেই আন্তর্জাতিক রীতিনীতির আলোকে বাজার অর্থনীতির নীতি মেনে চলেছে।
স্টেলেনবস বিশ্বিবিদ্যালয় এবং উয়িটওয়াটারশ্র্যান্ড বিশ্বিবিদ্যালয়ের পন্ডিত পৃথক পৃথকভাবে বলেন, চীনের অর্থনৈতিক সহযোগিতা ও সহায়তার ক্ষেত্রে কোন পূর্বশর্ত নেই। আফ্রিকার যেখানে বেশি দরকার সেখানেই চীন ব্যাপকভাবে পুঁজি বিনিয়োগ করছে। এতে আফ্রিকার বিভিন্ন দেশ চীনের উপকারিতা অনুভব করতে পেরেছে।--ওয়াং হাইমান
|