গত ২৮ মার্চ বিশ্বের চীনা নাগরিকদের কাছে দালাইঊয়ের পাঠানো খোলা চিঠি সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ১ এপ্রিল পেইচিংয়ে একটি বিবৃতি দিয়েছেন ।
চিয়াং ইয়ু বলেন , গত ৫০ বছর ধরে দালাই চক্র তিব্বতের স্বাধীনতা লাভের লক্ষ্যে সবসময় ইতিহাসকে বিকৃত করে জাতীয় দ্বন্দ্বকে উস্কে দিয়ে চীনের সামাজিক স্থিতিশীলতাকে ব্যহত করার চেষ্টা করে আসছে । সম্প্রতি দালাই চক্রের উস্কানি ও পরিকল্পনায় লাসা এবং অন্য কয়েকটি তিব্বতী-অধ্যুষিত এলাকায় মারধোর , ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । এটি দারুণভাবে জনসাধারণের জানমালের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে । এ ঘটনা চীনের বিভিন্ন জাতির জনগণের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার সম্মুখীন হয়েছে । লৌহ-কঠিন প্রমাণের সামনে দালাই তার অসার উক্তিতে ভরা তথাকথিত আবেদনপত্রের মাধ্যমে লাসার সহিংস ঘটনার সংগে তার সম্পৃক্ততা থেকে মুক্ত হওয়ার যে চেষ্টা করছেন , তা সফল হবে না ।
চিয়াং ইয়ু বলেন , দালাই একদিকে প্রচার করে বেড়াচ্ছেন যে , তিনি কেন্দ্রীয় সরকারের সংগে আলোচনায় বসতে প্রস্তুত । কিন্তু অপরদিকে তিনি সামাজিক দাংগা সৃষ্টি করে বিভিন্ন দেশের জনগণ ও খেলোয়াড়দের বহুল প্রত্যাশিত পেইচিং অলিম্পিক গেমসকে ব্যহত করার চেষ্টা করছে । এতে গুরুতরভাবে আলোচনার ভিত্তিকে ভেস্তে গেছে । যদি দালাই সত্যি সত্যিই কেন্দ্রীয় সরকারের সংগে আলোচনায় বসতে চান , তাহলে তার উচিত অবিলম্বে তার সকল প্রকার সহিংস ও ধ্বংসাত্মক তত্পরতা থেকে বিরত থাকা , পেইচিং অলিম্পক গেমসকে ব্যহত করার সব ধরণের কার্যকলাপ থেকে বিরত থাকা এবং মাতৃভূমি থেকে তিব্বতকে বিচ্ছিন্ন করার সকল প্রকার তত্পরতা বন্ধ করা ।
|