১ এপ্রিল চীনের " প্রবাসী পিপলস ডেইলী" পত্রিকায় চীনের তিব্বতী সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়ন সমিতির ভাইস চেয়ারম্যান ইয়ে সিয়াও ওয়েনের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে । প্রবন্ধে বলা হয় , দালাই বারবার মিথ্যা কথা বলছেন । প্রবন্ধে বলা হয় , দালাই এখন ঘোষণা করেছেন , তিনি লাসায় সংঘটিত মারধোর , ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাকে উস্কে দেন নি । তবে গত ১০ মার্চ এই দালাইই বারবার বলেছেন , তিনি চীনের ভেতরের তিব্বতী জনগণের আন্তরিকতা , সাহস ও প্রত্যয়ের প্রশংসা করেন । এর আগে দালাই বিশেষভাবে তিব্বত যুব ফেডারেশনের সদস্যদের সংগে সাক্ষাত করেন । তারপর এ ফেডারেশন এক বিবৃতিতে বলেছে , তিব্বতের স্বাধীনতা পুনপ্রতিষ্ঠার জন্যে তারা রাক্তপাত ও নিজেদের জীবন বিসর্জন দিতে প্রস্তুত ।
লাসার সহিংস ঘটনা ঘটার দিনে দালাই বলেছেন , তিব্বতীরা যে কোনো সময় এবং যেখানেই যে কোনো কাজ করুক না কেন , তিনি তাদের ইচ্ছার ওপর সম্মান প্রদর্শন করবেন এবং তাদেরকে থামতে বলবেন না । ১৮ মার্চ দালাই আবার বলেছেন , পরিস্থিতির আরো অবনতি হলে তিনি সম্পূর্ণই সরে দাঁড়াবেন । তারপর তিনি আবার বলেন , তিনি শান্তিপূর্ণ বিক্ষোভে নিহতদের আত্মার জন্যে প্রার্থনা করবেন । প্রবন্ধে আরো বলা হয় , একই লোক হিসেবে তিনি কেমন করে এত উল্টাপাল্টা কথা বলতে পারেন ?
|