১ এপ্রিল পেইচিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রী লিয়াং কুয়াং লিয়ে সফররত মার্কিন মেরিন বাহিনীর কমাণ্ডার জেমস কনওয়ের সঙ্গে সাক্ষাত্কালে বলেন, চীন আশা করে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি মেনে চলবে, চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার আর তাইওয়ানের স্বাধীনতাকে বিরোধিতা করার প্রতিশ্রুতি অনুসরণ করবে, তাইওয়ানকে অস্ত্র বিক্রি এবং মার্কিন-তাইওয়ান সামরিক যোগাযোগ বন্ধ করবে এবং চীনের সঙ্গে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবে ।
কনওয়ে বলেন, সম্প্রতি তাইওয়ানের নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের তাইওয়ান নীতির কোনো পরিবর্তন হবে না ।
লিয়াং কুয়াং লিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-মার্কিন বাহিনীর মধ্যে উচ্চপর্যায়ের বিনিময় বেশি । চীন আশা করে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারস্পরিক আস্থা জোরদার ও প্রতিবন্ধকতা দূর হবে এবং দু'দেশের বাহিনীর সম্পর্কের উন্নয়ন বিরাট সাফল্য অর্জিত হবে ।
কনওয়ে বলেন, বর্তমানে দু'দেশের বাহিনী সম্পর্ক উন্নয়নের সুযোগের সম্মুখীন । তিনি আশা করেন, ভবিষ্যতে দু'দেশ আরও বেশি যুব সামরিক কর্মকর্তা বিনিময় করার মাধ্যমে দু'পক্ষের সম্পর্ককে জোরদার করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|