"জি.এম.এস"-এর নেতৃবৃন্দের তৃতীয় সম্মেলন ৩১ মার্চ লাওসের রাজধানি ভিয়েনকতিয়েনে শুরু হয়েছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও, কাম্পুচিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, লাওসের প্রধানমন্ত্রী বুয়াসোন বুপাভান,মিয়ানমারের প্রধানমন্ত্রী থেইন সেইন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামাক সুন্দারাভেজ , ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন তান চুং এবং এশিয় উন্নয়ন ব্যাংকের গবনর কুরোদা হারুহিকো সম্মেলনে অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লাওসের প্রধানমন্ত্রী বুয়াসেন বলেন, গত ১৫ বছর ধরে এ অঞ্চলের সংশ্লিষ্ট বিভিন্ন দেশ যৌথ লক্ষ্য অর্জনে অবচিল থেকে উন্নয়নসহ পারস্পরিক মেশানো ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করেছে । এতে বিভিন্ন দেশের পারস্পরিক কল্যাণমূলক উন্নয়নকে এগিয়ে নেয়া হয়েছে।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেন, চীন সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক নীতিতে অবিচল থাকবে। বৃহত্তর মেকং নদীর উপআঞ্চলীয় বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী মৈত্রীকে জোরদার করবে এবং উপঅঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতাকে জোরদার করবে।
এদিন ওয়েন চিয়া পাও ভিয়েনতিয়েনে এশিয় উন্নয়ন ব্যাংকের গবনর কুরোদা হারুহিকোর সঙ্গেও সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন ,এ অঞ্চলের অর্থনীতির টেকসই ও স্থিতিশীল উন্নয়নের জন্য চীন এশিয় ব্যাংকের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।--ওয়াং হাইমান
|