চীনে সংধোধিত " জ্বালানিসম্পদ সাশ্রয় আইন" ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে ।এ আইনে স্থাপত্য, পরিবহণ এবং সরকারী সংস্থার জ্বালানি সম্পদ সাশ্রয় সংক্রান্ত বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে । এতে ধারাবাহিক জ্বালানি সম্পদ সাশ্রয় সম্পর্কে প্রশাসনিক নীতি এবং পুরস্কার ও শাস্তির ব্যবস্থাও নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, কর ও আর্থিক ক্ষেত্রে জ্বালানি সম্পদ সাশ্রয়ের নীতির পাশাপাশি এ আইনে কিছু বাধ্যতামূলক প্রশাসনিক ব্যবস্থাও রাখা হয়েছে। যেমন জ্বালানিসম্পদের সাশ্রয় সংক্রান্ত দায়িত্বশীল এবং পরিক্ষামূলক ব্যবস্থা।একই সঙ্গে এ আইনে সংশ্লিষ্ট বিভাগগুলোকে পরিবহণ এবং স্থাপত্য ক্ষেত্রে সীমিত জ্বালানি সম্পদ ব্যয়ের মানদন্ড নির্ধারণের কথা বলা হয়েছে । এছাড়া, এ আইনে সংশ্লিষ্ট ক্ষেত্রের শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
১৯৯৮ সালে চীনে " জ্বালানি সম্পদ সাশ্রয় আইন" চালু হয়। ২০০৭ সালের অক্টোবরে চীনের আইন প্রণয়ন সংস্থা এ আইন সংশোধন করে।--ওয়াং হাইমান
|