বিখ্যাত তিব্বতী পন্ডিত তেনজিন চেপা বলেছেন , দালাইয়ের কথিত তিব্বতের সংস্কৃতির বিনাশ ডাহা মিথ্যা কথা । তিনি বলেন , ১৯৮৬ সাল থেকে তিব্বত পর পর " চীনের অপেরার ইতিহাস – তিব্বত খন্ড" , " চীনের লোক গীতি সংকলন – তিব্বত খন্ড"সহ লোক নৃত্য , উপকথা , কথাশিল্প , লোক সংগীত ও লোক কাহিনী সংক্রান্ত নানা ধরণের বইপুস্তক সংগ্রহ , সংকলন , সম্পাদনা ও প্রকাশ করেছে । এতে কার্যকরভাবে তিব্বতের শ্রেষ্ঠ ঐতিহ্যিক সংস্কৃতিকে তুলে ধরা ও সংরক্ষণ সম্ভব হয়েছে । তিব্বতী ভাষার বৌদ্ধশাস্ত্র " তাচাং বৌদ্ধশাস্ত্রে" ৪ হাজারেরও বেশি চিরায়ত গ্রন্থ ও রচনা সংগৃহীত হয়েছে । তিনি বলেন , চীন সরকার প্রায় ৪ কোটি ইউয়ান ব্যয় করে এ বৌদ্ধশাস্ত্র সংকলনের কাজ হাতে নিয়েছে । সংকলনের কাজ আগামী বছরের শেষ নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে ।
তেনজিন চেপা এক সময় চীনের তিব্বত বিদ্যা গবেষণা কেন্দ্রের তিব্বতী চিকিত্সা ও ওষুধ গবেষণাগারের পরিচালক পদে নিযুক্ত ছিলেন । তিনি বলেন , " চীনের তিব্বতী ওষুধ সমগ্র সংকলন" এ বছরের শেষ দিকে প্রকাশিত হবে । এতে ১০ হাজারেরও বেশি ব্যবস্থাপত্র সন্নিবেশ করা হয়েছে ।
|