৩০ মার্চ বিকেলে চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান আবুলাহাত আবদুরিক্ষিত পেইচিং সফররত ঘানার স্পীকার সেজি হুগেসের সঙ্গে সাক্ষাত্ করেছেন ।
আবুলাহাত আবদুরিক্ষিত বলেন, চীন ও ঘানার জনগণের মৈত্রী সুদীর্ঘকালের । দীর্ঘকাল ধরে দু'পক্ষ রাজনৈতিক, আর্থ-বাণিজ্যিক , সাংস্কৃতিক , শিক্ষা ও সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে সুষ্ঠু বিনিময় ও সহযোগিতা বজায় রাখছে । আন্তর্জাতিক ব্যাপারে দু'পক্ষের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতাও সুষ্ঠু । চীনের তাইওয়ান সমস্যা এবং সার্বভৌমত্ব ও ভুভাগের অখন্ডতার বিষয়ে ঘানার সমর্থনের জন্য চীন ধন্যবাদ জানায় ।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ঘানার পার্লামেন্টের সঙ্গে চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বিনিময় অব্যাহতভাবে চলছে । তিনি আশা করেন, দু'দেশ পার্লামেন্ট বিনিময় ও সহযোগিতা জোরদার করবে এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে অবদান রাখবে ।
হুগেস বলেন, চীনের সংস্কার ও উন্মুক্তকরণের বিরাট সাফল্য খুবই বিমুগ্ধকর। সাম্প্রতিক বছরগুলোতে দু'পক্ষ সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে নানা ধরনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সম্প্রসারণ করেছে । চীনের সমর্থন ও সহায়তার জন্য ঘানা চীনকে ধন্যবাদ জানিয়েছে এবং একচীন নীতিতে অবিচল থাকার কথা পুনরায় ঘোষণা করেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|