v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-31 00:30:16    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৮/৩/৩১

cri

    বন্ধুরা, আগে আমরা বেশ কয়েক বার ১ জুলাই থেকে অনুষ্ঠানসূচী তৈরীর কাজ করেছি। কিন্তু এ বছরের ৮ আগস্ট ২৯তম পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। অলিম্পিক গেমস সম্পর্কিত নানা তথ্য সারা বিশ্বের শ্রোতাদের দ্রুত ও সুষ্ঠুভাবে জানানোর উদ্দেশ্যে আমরা আগামী ১ এপ্রিল থেকে নতুন অনুষ্ঠানসুচী অনুসারে আপনাদের কিছু অনুষ্ঠান উপহার দেবো। আশা করি, নতুন করে সাজানো অনুষ্ঠানসূচী আপনাদের ভালো লাগবে।

    আগের মতো নতুন অনুষ্ঠানসূচিতেও সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন ১৫ মিনিটের খবর থাকবে। তা ছাড়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন দশ মিনিটের সর্বশেষ সংবাদ প্রতিবেদন প্রচারিত হবে। এর মাধ্যমে আপনারা চীন ও বিশ্বের সর্বশেষ ঘটনার বিশ্লেষনাত্মক মন্তব্য জানতে পারবেন।

    সোমবারের অনুষ্ঠানসুচীর মধ্যে রয়েছে পেইচিং ২০০৮, বিজ্ঞান বিচিত্রা ও প্রতিদিন চীনা ভাষা। এখানে উল্লেখ করা যেতে পারে যে, ২৪ মার্চ গ্রীসে পেইচিং অলিম্পিক গেমসের পবিত্র মশাল হস্তান্তর কর্মসূচী অভিযান শুরু হয়েছে। সে দিন থেকে আমাদের বেতারের সকল বিভাগের পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কিত ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান প্রচার শুরু হয়েছে। এর নাম দেয়া হয়েছে 'পেইচিং ২০০৮' । অনুষ্ঠানটি সপ্তাহে দু'বার প্রচারিত হবে। সোমবারের 'পেইচিং ২০০৮' এর প্রচারের সময়কাল ১০ মিনিট। শুক্রবারের 'পেইচিং ২০০৮' এর প্রচারের সময়কাল ২০ মিনিট। এ অনুষ্ঠানে আপনারা পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ, পবিত্র মশাল হস্তান্তর অনুষ্ঠান, অলিম্পিক গেমসের পদক অর্জনকারীদের কাহিনী, অলিম্পিক সম্পর্কিত গান ও সংশ্লিষ্ট নানা তথ্য জানতে পারবেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা অলিম্পিক গেমসের ওপর কৌতুহল মিটাতে পারবেন বলে আমার বিশ্বাস। এই নতুন অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন লিলি, ইয়াং ওয়েই মিং ও ছাই ইউয়ে। পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন বা জানার বিষয় থাকলে তাদেরকে চিঠি লিখতে ভুলবেন না।

    এবার দেখি মঙ্গলবারে কী অনুষ্ঠান রয়েছে। এ দিন রয়েছে আপনাদের সুপরিচিত অনুষ্ঠানগুলোই। এর নতুন নামকরণ হযেছে 'চীনকে জানুন'। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চীনের জীবন, কন্যা জায়া জননী, ওরা অনন্য ও ভিন দেশীর চোখে। এতে আপনারা চীনে কর্মরত, অধ্যয়ণতর ও বসবাসরত চীনা নাগরিক, সংখ্যালঘু জাতির অধিবাসী ও বিদেশীদের জীবন কাহিনী শুনতে পারেন।

    বুধবারের প্রধান অনুষ্ঠান হচ্ছে সংস্কৃতির সম্ভার। এটা আগের মতোই যথারীতি প্রচারিত হবে। তবে ইয়াং ওয়েই মিংয়ের পরিবর্তে এখন থেকে আমি আপনাদেরকে এ অনুষ্ঠানটি উপহার দেবো। আশা করি, আপনারা তা অবশ্যই পছন্দ করবেন।

    বৃহস্পতিবারের অনুষ্ঠান হচ্ছে চীনের অর্থনীতি সম্পর্কিত ও চলুন বেড়িয়ে আসি। 'চীনের অর্থনীতি' এ অনুষ্ঠানে সংক্ষিপ্ত খবর, অর্থনীতির অগ্রযাত্রা ও সেই গ্রাম এই জীবন এই তিনটি অন্তর্ভুক্ত রয়েছে। এ অনুষ্ঠানগুলোর দ্বারা আপনারা চীনের শহর ও গ্রামাঞ্চলের অর্থনৈতিক বিকাশ সম্পর্কে ধারণা পাবেন। ছাও ইয়ান হুয়া এই অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন। সেই জন্য অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের কোন প্রস্তাব থাকলে ছাও ইয়ান হুয়াকে চিঠি লিখবেন।

    শুক্রবারের অনুষ্ঠান হচ্ছে পেইচিং ২০০৮ ও আজকের পেইচিং। আজকের পেইচিং হচ্ছে এক নতুন অনুষ্ঠান। শুয়েন ফেই ফেই, ওয়াং হাই মান ও সিয়ে নান এই অনুষ্ঠানে আপনাদেরকে পেইচিংয়ের পড়া, খাওয়া, থাকা, চলা ও বিনোদনসহ নানা ক্ষেত্রের বিস্তারিত পরিচয় দেবেন। আশা করি, এই নতুন অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পেইচিং মহানগরের ওপর একটি নতুন ধারণা পাবেন।

    শনিবারের অনুষ্ঠানে রয়েছে সুরের ভুবন, শনিবারের সংলাপ ও প্রতিদিন চীনা ভাষা। এর মধ্যে শনিবারের সংলাপ হচ্ছে একটি নতুন অনুষ্ঠান। আমি, শি চিং উ ও অমিত হাবিব তিনজনের সংলাপের মাধ্যমে আপনারা সম্প্রতি সংঘটিত কিছু আকর্ষণীয় আলোচ্য বিষয় জানতে পারবেন। আশা করি, নতুন পদ্ধতিতে চালানো নতুন অনুষ্ঠান আপনাদের সমর্থন পাবে।

    রবিবার রয়েছে শ্রোতাদের সন্ধ্যা। একটানা ৪০ মিনিট অনুষ্ঠান শ্রোতাদের কেন্দ্র করে গঠিত হয়। এতে শ্রোতাদের চিঠির সারাংশ, প্রশ্নের উত্তর, অনুরোধের গান, চিঠির প্রাপ্তি স্বীকার ও টেলিফোন সাক্ষাত্কারের রেকর্ডিং থাকবে। এ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আমি সকল শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে রাখছি।

    আচ্ছা, বন্ধুরা, ১ এপ্রিল থেকে শুরু নতুন অনুষ্ঠানসূচীর সংক্ষিপ্ত পরিচয় এই পর্যন্তই। নতুন অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগলো, আশা করি, শোনার পর চিঠি বা ই-মেইলে আমাকে জানাবেন কিন্তু। আপনাদের মূল্যবান মতামত ও প্রস্তাবের জন্য আগে থেকেই ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আগের মতোই আমাদের প্রতিটি কাজে আপনাদের সহায়তার হাত প্রসারিত হবে এ কামনা আজ বিদায় নিচ্ছি। (ইয়ু কুয়াং ইউয়ে)