v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-31 00:19:47    
পাকিস্তানের নতুন সরকার পাক-চীন সম্পর্কের সার্বিক উন্নয়ন জোরদার করবেঃ গিলানি

cri
** পাকিস্তানের নতুন সরকার পাক-চীন সম্পর্কের সার্বিক উন্নয়ন জোরদার করবেঃ গিলানি

    পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানি ২৯ মার্চ বলেছেন, পাকিস্তানের  নতুন সরকার সার্বিকভাবে পাক-চীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করবে।

    ইসলামাবাদ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের উপ-মন্ত্রী লিউ হোং ছাইয়ের সঙ্গে সাক্ষাতের সময় গিলানি বলেন, নতুন সরকারের প্রথম নীতি-নির্ধারণী প্রতিবেদনে তিনি বিশেষ করে পাক-চীন সম্পর্কের কথা উল্লেখ করেছেন। এ থেকে পুরোপুরি প্রমাণিত হয়েছে যে, পাকিস্তানের নতুন সরকার দু'দেশের সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি বলেন, পাকিস্তান রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়ন করার চেষ্টা করে যাবে। নতুন সরকার পাক-চীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক সার্বিকভাবে ত্বরান্বিত করবে এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে।

    লিউ হোং ছাই পাক প্রধান মন্ত্রীকে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, চীন ও পাকিস্তানের সকল ক্ষেত্রে ও সার্বক্ষণিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক সুসংবদ্ধ ও উন্নয়ন করা হচ্ছে চীনের পার্টি ও সরকারের সবসময়ের নীতি। সুপ্রতিবেশী ও বন্ধু প্রতীম দেশ হিসেবে চীন পাকিস্তানের স্থিতিশীলতা ও বিকাশ কামনা করে। এটা পাকিস্তানী জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ।

** নেপালের বিশ্ব সংস্কৃতি নেটওয়ার্কের পরিচালক বললেন তিনি তিব্বতের প্রগতি ও উন্নয়নের সাক্ষী

    নেপালের বিশ্ব সংস্কৃতি নেটওয়ার্ক ও চীন বিষয়ক তথ্য কেন্দ্রের পরিচালক জীপক সরকার চীনের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে বলেন, তিনি নিজেই তিব্বতের প্রগতি ও উন্নয়নের সাক্ষী।

    দীপক বলেন, ১৯৮৬ সালে তিনি প্রথম বার তিব্বত সফরের সময় দেখেছেন, রাস্তাঘাটসহ তিব্বতের অবকাঠামোর মান খুব অনুন্নত। এর পর প্রায় দুই বছর পর পর তিনি একবার করে তিব্বতে গেছেন এবং সেখানকার বিপুল পরিবর্তন দেখেছেন। ১৯৯৮ সালে তিনি তিব্বতের পরিবর্তন দেখে অবাক হয়ে যান।

    সংস্কৃতি বিনিময় ক্ষেত্রে ৩০ বছর ধরে কাজ করার পর দীপক বলেন, চীন সরকার তিব্বতের সংস্কৃতি ও অন্য ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে তাতে তিনি মুগ্ধ। তিনি স্থানীয় তিব্বতীদের সঙ্গে আলাপ করার সময়ও তাদের সন্তুষ্টির অনুভূতি উপলব্ধি করতে পেরেছেন।

** ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর হবে

    ভারতের অর্থ মন্ত্রী চিদামবারাম পাদমানাভান রামানুজাম সম্প্রতি বলেছেন , ২০০৮ ও ২০০৯ আর্থিক বর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ৮ শতাংশে দাঁড়াবে ।

    তিনি এও মনে করেন যে , যদিও চার বছরের মধ্যে চলতি বছরে ভারতের অর্থনীতির প্রবৃদ্ধির গতি সবচেয়ে ধীর , তবে ভারত চীনের পর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্রুততম গতির দ্বিতীয় দেশ হবে ।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা এর আগে অনুমান করেছে যে , পণ্যদ্রব্যের দাম অব্যাহতভাবে বৃদ্ধির পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির উন্নয়নের গতি ধীর হয়েছে এ দু'কারণে ভারতের অর্থনীতির উন্নয়নের গতি ২০০৮ ও ২০০৯ আর্থিক বর্ষে ধীর হবে ।

** যুক্তরাষ্ট্র, আফগানিস্তান এবং পাকিস্তান আফগানিস্তানে প্রথম যৌথ সামরিক গোয়েন্দা কেন্দ্র স্থাপন করে

    ৩০ মার্চ আফগানিস্তানের সংবাদ মাধ্যমের এক খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান এবং পাকিস্তানকে নিয়ে গঠিত প্রথম যৌথ সামরিক গোয়েন্দা কেন্দ্র ২৯ মার্চ আফগানিস্তানের পাকিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলে স্থাপন করা হয়েছে ।

    আফগানিস্তান সেনাবাহিনীর প্রতিনিধি কমাণ্ডার শের মোহাম্মদ কারিমি বলেন, যৌথ গোয়েন্দা কেন্দ্রের নির্মাণ হলো অগ্রগতির ক্ষেত্রেএকটি মাইলফলক । আফগানিস্তান ও পাকিস্তানের গোয়েন্দা কমীরা প্রথমবারের মতো সম্মিলিতভাবে তথ্য ব্যবহার করবে এবং সহযোগিতার মাধ্যমে অবৈধ সশস্ত্র তত্পরতার ওপর আঘাত হানবে ।

    পাকিস্তানের সেনাবাহিনীর প্রতিনিধি, উত্তরপশ্চিমাঞ্চলীয় অঞ্চলের সেনা প্রধান মোহাম্মদ মাসুদ আলম বলেন, সন্ত্রাসবাদের ওপর আঘাত হানা বিশ্বের সম্মিলিত স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং আফগানিস্তান ও পাকিস্তানের জন্য তা আরও গুরুত্বপূর্ণ ।