২৯ মার্চ ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলেন, শিয়া সম্প্রদায়ের মিলিশিয়া জঙ্গীরা আল কায়েদা সংস্থার চেয়ে আরও বেশি বিপদজনক ।
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় স্থানীয় উপজাতি নেতাদের সঙ্গে বৈঠকের সময় মালিকি এ কথা বলেন । তিনি বলেন, আল কায়েদা সংস্থার সদস্যরা নিরীহ লোকদের হত্যা করে এবং ব্যবস্থাপনাকে ধ্বংস করে । শিয়া সম্প্রদায়ের জঙ্গীরাও ঠিক একই কাজ করে । তারা ইরাকের রাজনৈতিক প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি অর্জন করতে চায় না ।
২৪ মার্চ রাতে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা মুক্তাদা আল সদরের নেতৃত্বাধীন মাহদি আর্মি ইরাকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বসরায় সংঘর্ষ ঘটায় । বর্তমানে এ সংঘর্ষ ইরাকের দক্ষিণাঞ্চলের অন্যান্য প্রদেশসহ রাজধানী বাগদাদে ছড়িয়ে পড়েছে এবং কয়েক শো লোক এতে হতাহত হয়েছে ।
মুক্তাদা আল সদর মনে করেন, ইরাকের নিরাপত্তা বাহিনী তাঁর নেতৃত্বাধীন দলের ওপর অভিযান চালিয়েছে এবং তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে । আল সদর সরকারকে সামরিক অভিযান বন্ধ করা এবং মাহদি আর্মির সদস্যদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন । ২৯ মার্চ সদর মাহদি আর্মির সদস্যদের অস্ত্র জমা দেয়ার জন্য সরকারের আহ্বানকে প্রত্যাখান করেছেন ।
(ছাও ইয়ান হুয়া)
|