v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-30 16:58:41    
চীন ও লাওসের নেতৃবৃন্দ দু'দেশের সহযোগিতার সাফল্যকে ত্বরান্বিত করবেন

cri
    ৩০ মার্চ লাওসের প্রেসিডেন্ট চৌমালি সায়াসোন এবং প্রধানমন্ত্রী বোয়াসোন বুপাভান লাওসের রাজধানী ভিয়েনতিয়েন আলাদা আলাদাভাবে সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'এর সঙ্গে বৈঠক করেছেন । দু'দেশের নেতৃবৃন্দ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দু'দেশের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ মৈত্রী ও সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আরো বেশি সাফল্য অর্জনের লক্ষে চেষ্টা চালিয়ে যাবে ।

    ওয়েন চিয়া পাও'এর সঙ্গে সাক্ষাত্কালেচৌমালি বলেন, দীর্ঘকাল ধরে চীন লাওসের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে  সক্রিয় ভুমিকা পালন করে যাচ্ছে । লাওস আশা করে, দু'পক্ষ উচ্চপর্যায়ের বিনিময় বজায় রেখে পরস্পরের অভিজ্ঞতার আলোকে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করবে এবং সম্মিলিত উন্নয়ন ও অগ্রগতি বাস্তবায়ন করবে । ওয়েন চিয়া পাও বলেন, দীর্ঘকাল ধরে দু'দেশ পরস্পরকে সমর্থন এবং আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করছে । চীন লাওসের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা গভীর করতে ইচ্ছুক, যাতে দু'দেশের সম্পর্কে নতুন স্তরে উন্নীত হতে পারে ।

    লাওসের প্রধানমন্ত্রী বোয়াসোন বুপাভানের সঙ্গে বৈঠকের সময় ওয়েন চিয়া পাও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সম্পর্কে পারস্পরিক রাজনৈতিক আস্থা ত্বরান্বিত করা, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীর করা এবং কর্মকর্তাদের বিনিময় জোরদার করাসহ বেশ কিছু প্রস্তাব দিয়েছেন । বোয়াসোন বলেন, লাওসের পার্টি ও সরকার চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখে এবং চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করার পাশাপাশি দু'দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতাসূলক সম্পর্কের আরও উন্নয়ন ত্বরান্বিত করতে আগ্রহী ।

    ওয়েন চিয়া পাও বোয়াসোনকে তিব্বতের লাসার সহিংস ঘটনার সত্যতাকে তুলে ধরেছেন এবং চীন সরকারের সংশ্লিষ্ট ক্ষেত্রের মনোভাব ব্যাখ্যা করেছেন । বোয়াসোন বলেন, লাওস সরকার লাসার সহিংস ঘটনার নিন্দা করে এবং তিব্বতের স্থিতিশীলতা ও জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য চীন সরকারের নেয়া বিভিন্ন ব্যবস্থাকে সমর্থন করে ।

    (ছাও ইয়ান হুয়া)