দু'দিনব্যাপী আরব লীগের ২০তম শীর্ষ সম্মেলন ২৯ মার্চ সিরিয়ার রাজধানী দামেস্কে শুরু হয়েছে। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক সভায় উত্থাপিত মধ্য প্রাচ্যের শান্তি প্রক্রিয়াসহ নানা আলোচ্য বিষয় নিয়ে আলোচনা হবে।
এবারের শীর্ষ সম্মেলনের সভাপতি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। আরব বিশ্বের সম্মুখীন কঠোর চ্যালেন্জ মোকাবিলায় তিনি আরব দেশগুলোর উদ্দেশ্যে সংহতি জোরদার করা এবং যৌথ তত্পরতা চালানোর আহ্বান জানান।
বাশার জোর দিয়ে বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধান চাইলে প্রথমে ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংলাপের ওপর জোর দিয়ে ফিলিস্তিনের প্রধান দলগুলোর মধ্যকার মতভেদ কমানো উচিত। তিনি আরব দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়কে যত তাড়াতাড়ি সম্ভব গাজা অঞ্চল থেকে ইসরাইলের আরোপিত অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। তিনি আরো বলেন, সিরিয়া লেবাননের রাজনৈতিক সংকট যথা শীগগির সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করতে চায়।
আরব লীগের মহাসচিব আমর মুসা প্রস্তাব করেছেন, এ বছরের মাঝামাঝি সময়ে পুনরায় আরব লীগের পররাষ্ট্র মন্ত্রীদের সভা আয়োজন করে মধ্য প্রাচ্যের শান্তি প্রক্রিয়া পর্যালোচনা করা হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মুসা লেবাননের প্রেসিডেন্ট নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব আয়োজন করা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট অবসানের তাগিদ দেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|