২৮ মার্চ চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ছাও বলেছেন , চীনের বিদেশে পুঁজি বিনিয়োগ এখন ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে । চীন ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে নতুন পুঁজি বিনিয়োগকারী শক্তিতে পরিণত হয়েছে ।
পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের ১২তম আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংক্রান্ত মেলার উদ্বোবনী অনুষ্ঠানে ওয়াং ছাও জানিয়েছেন , গেলো বছরের শেষ নাগাদ চীন বিদেশ প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার পুঁজি বিনিয়োগ করেছে । এ সংখ্যার মধ্যে ১৮.৭ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি পুঁজি বিনিয়োগ করেছে , তা ২০০২ সালের চেয়ে প্রায় ৭ গুণ বেশি ।
বর্তমানে চীনের ১২তম পুঁজি বিনিয়োগ মেলার অংশগ্রহণকারীদের নিবন্ধণ সুষ্ঠুভাবে চলছে , অনুমান করা যায় , ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি দল এতে অংশ নেবে । (শুয়েই ফেই ফেই)
|