২৭ মার্চ মরোক্কো সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য লি ছাং ছুন চীন-মরোক্কো শিল্পপতিদের এক সেমিনারে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ।
ভাষণে তিনি চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের ৮টি ব্যবস্থা বাস্তবায়নের কথা বলেছেন। তিনি বলেন, এবার মরোক্কোসহ আফ্রিকার ৪টি দেশে তার সফর করার উদ্দেশ্য হলো চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং আফ্রিকান দেশগুলোর নেতৃবৃন্দের গৃহীত মতৈক্য বাস্তবায়ন করা ,চীন ও আফ্রিকান দেশগুলোর ঐতিহাসিক মৈত্রী আর সহযোগিতা সম্পর্কের নতুন যুগে আরও বেশি সাফল্য অর্জন ত্বরান্বিত করা এবং চীন ও আফ্রিকার জনগণের কল্যাণ করা ।
চীন আফ্রিকার সহযোগিতা বিশেষ করে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্পর্কে লি ছাং ছুন ৪টি মতামত দাখিল করেছেন ।
(ছাও ইয়ান হুয়া)
|