তিব্বত মালভূমিতে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে চীন সরকার বড় অংকের অর্থ বরাদ্দ করবে ।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবেশ রক্ষা ব্যুরো সূত্রে জানা গেছে , তিব্বত মালভূমির পরিবেশ সুরক্ষা সংক্রান্ত এই কর্মসূচী অনুযায়ী চীন সরকারের অর্থ বরাদ্দ ১০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে । এই কর্মসূচী অনুযায়ী ২০০৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত তৃণভূমি , বন্য প্রাণী ও উদ্ভিদের সুরক্ষা এবং ভূমি ও পানির ক্ষয়ক্ষতি নিবারণসহ মোট ১৪টি প্রকল্প নির্মান করা হবে । জানা গেছে , এই কর্মসূচীর মেয়াদে তিব্বতে পশুপালন অঞ্চলের পরিবর্তে দেড় কোটি হেক্টর তৃণভূমি আবার গড়ে তোলা হবে এবং ৩১ লাখ হেক্টর ভূমিতে পানি ও ভূমির ক্ষয়ক্ষতি নিবারণের চেষ্টা করা হবে । (থান ইয়াও খাং)
|