চীনে প্রতিবন্ধী সহায়তা কাজকর্ম তরান্বিত করার ব্যাপারে একটি কার্যক্রম প্রণয়ন করা হয়েছে । ২৮ মার্চ পেইচিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর একটি অধিবেশনে এ কথা জানানো হয়েছে ।
অধিবেশনে বলা হয়েছে , চীনে ৮ কোটি ৩০ লাখ প্রতিবন্ধী আছে । প্রতিবন্ধী সহায়তা কাজকর্ম তরান্বিত করা এবং প্রতিবন্ধীদের জন্য বীমা ব্যবস্থা উন্নত করা স্বচ্ছল সমাজ ও সুষম সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য একটি জরুরী কর্তব্য হয়ে দাঁড়িয়েছে ।
অধিবেশনে বিভিন্ন স্তরের পার্টি কমিটি ও সরকারকে প্রতিবন্ধী সহায়তা কাজকর্মকে প্রধান আলোচ্য বিষয়গুলোতে অন্তর্ভুক্ত করা , তাদের জন্য স্থিতিশীল বীমা ব্যবস্থা গড়ে তোলা এবং প্রতিবন্ধীদের জন্য আরো বেশি সেবা যোগানোর নির্দেশ দেয়া হয়েছে । সুতরাং চীনের বিভিন্ন স্তরের প্রতিবন্ধী সমিতিকে প্রতিবন্ধীদের ন্যায্য স্বার্থ রক্ষা করতে হবে এবং প্রতিবন্ধী সহায়তা কাজকর্মে অংশ নেয়ার জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রকে উত্সাহ দিতে হবে । (থান ইয়াও খাং)
|