২৭ মার্চ চীনের মধ্য-প্রাচ্য বিষয়ক বিশেষ দূত সুন বি কান দামাস্কাসে বলেছেন, চীন দেশগুলোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি সহযোগিতা ও নতুন সহযোগিতামূলক ব্যবস্থা ও উপায় খুঁজে অনুসন্ধান করবে এবং অভিন্ন উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে।
সিরিয়ায় চীন দূতাবাস আয়োজিত এক সংবাদ ব্রিফিং-এ সুন বি কান বলেন, চীন ও আরব দেশগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক রয়েছে। সাধারণত তাইওয়ান, তিব্বত ও মানবজাতির সমস্যায় আরব দেশগুলো চীনকে মূল্যবান সমর্থন দিয়ে থাকে। পাশাপাশি আরব দেশগুলোর সার্বভৌমত্ব, ভূভাগীয় অখন্ডতা এবং বৈধ জাতীয় অধিকারের ক্ষেত্রে চীন বরাবর সমর্থন দিয়েছে। দু'পক্ষের আর্থ-বাণিজ্য সহযোগিতায় সুষ্ঠু বিকাশের প্রবণতা বজায় রয়েছে। ২০০৭ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমান ৮ হাজার ৬৪০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, চীন আশা করে, দামাস্কাসে আসন্ন ২০তম আরব লীগ শীর্ষ সম্মেলন আরব দেশগুলোর সংহতি জোরদার করবে। পাশাপাশি তারা যৌথভাবে বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জকে মোকাবিলা করবে।
(খোং চিয়া চিয়া)
|