২৭ মার্চ ইরাকের নিরাপত্তা বাহিনী এবং শিয়া সম্প্রদায়ের মাহদি আর্মির মধ্যে ইরাকের দক্ষিণাঞ্চল বাসরা এবং রাজধানী বাগদাদে সংঘর্ষ হয়েছে । এবং বাগদাদের বহু স্থানে বোমা হামলা হয়েছে ।
বসরায় মাহদি আর্মি নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্প দখল করে নিয়েছে এবং মাহদি আর্মীর নেতা মোক্তাদা আল সদরের সমর্থকরা সরকারের সামরিক অভিযান বন্ধ করা এবং জীবনযাপনের মৌলিক চাহিদা পুরণের দাবিতে বিক্ষোভ করেছে । এদিন মাহদি আর্মি বাগদাদে বিরোধী দলের মসজিদের ওপর হামলা চালিয়েছে এবং মসজিদের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে । এ ছাড়া মাহদি আর্মি মার্কিন বাহিনীর সঙ্গেও সংঘর্ষ হয়েছে ।
আরও সংঘর্ষ এড়ানোর জন্য ইরাকের নিরাপত্তা বাহিনী ২৭ মার্চ রাত ১১টা থেকে ৩০ মার্চ ভোর ৫টা পর্যন্ত বাগদাদে কার্ফ্যু করেছে ।
অন্য এক খবরে জানা গেছে, বসরার কাছের একটি প্রধান তেল সরবরাহ লাইন অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা বিধ্বস্ত করে দিয়েছে । তবে ইরাকের তেল মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সশস্ত্র ব্যক্তি এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ তেল উত্পাদন ও রপ্তানীর ওপর সরাসরি প্রভাব ফেলে নি । সরকার বাহিনী তেল সরবরাহ লাইন ও অন্যান্য তেল উত্পাদন যন্ত্রপাতি পাহারা দিচ্ছে।
(ছাও ইয়ান হুয়া)
|